মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৫:০৮

টার্গেট কাশ্মির, গোপনে মাসুদ আজহারকে জেল থেকে ছেড়ে দিয়েছে পাকিস্তান!

টার্গেট কাশ্মির, গোপনে মাসুদ আজহারকে জেল থেকে ছেড়ে দিয়েছে পাকিস্তান!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের মদতে ভারতের বিরুদ্ধে ফের বড়সড় না'শক'তার ছক কষছে জইশ–ই-মোহাম্মদ। আর তাই গোপনে মাসুদ আজহারকে জেল থেকে ছেড়েও দিয়েছে তারা। ভারতের ইনটেলিজেন্স ব্যুরো (আইবি)-র কাছ থেকে এমনই তথ্য পেয়েছে ভারতীয় সেনা। 

এ তো গেল জ'ঙ্গি সংগঠনকে সাহায্য করার বিষয়। এর পাশাপাশি নাকি ভারতের বিরু'দ্ধে পাক সেনাও হা'মলার তোড়জোড় শুরু করেছে। ইতিমধ্যে শিয়ালকোট-জম্মু এবং রাজস্থান সেক্টরে তাই বিপুল সংখ্যক সেনা জড়ো করতে শুরু করেছে পাকিস্তান। 

এমন তথ্যও ভারতীয় সেনাবাহিনীর কাছে পৌঁছে দিয়েছে আইবি। ভারত জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ করেছে। জম্মু-কাশ্মীরের মানুষ এতদিন যে বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করতেন তা রদ করায় ভারতকে কড়া জবাব দিতেই পাকিস্তানের এই তৎপরতা।

আইবি-র সূত্র অনুসারে, পাকিস্তানের বাহায়ালপুরে জইশের সদর দফতরে মাসুদ আজহার রয়েছেন। তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। তবে বাইরে খুব একটা বার হচ্ছেন না। বরং তিনি সদর দফতরে থেকেই জইশের আন্ডারওয়াটার উইং-এর জ'ঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে চলেছেন অনবরত। খুব তাড়াতাড়ি সমুদ্রের দিক থেকে ভারতের উপর এই হা'ম'লা হতে পারে।

আইবির থেকে তথ্য পেয়ে ভারতীয় সেনাবাহিনীও ভীষণ সতর্ক। নৌসেনার অ্যাডমিরাল করমবীর সিং যেমন জানিয়েছেন, সমুদ্রের দিক থেকে যাতে কোনও হা'মলা না ঘটে তার জন্য কড়া প্রহ'রায় রয়েছে নৌসেনা।

২০০১ সালে ভারতের সংসদে হামলা থেকে শুরু করে ২০০৮ সালের মুম্বাই হামলা, হালে পাঠানকোট এবং পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর উপরে হা'মলা চালিয়ে তার দায়ও স্বীকার করেছিল জইশ। দীর্ঘ কূটনৈতিক দৌত্যের পর জাতিসংঘের নিষিদ্ধ জঙ্গি তালিকায় জইশ-ই-মোহাম্মদ নেতা মাসুদ আজহারের অন্তর্ভুক্তি ঘটে সম্প্রতি।

এর আগে চারবার বাধা দেওয়ার পর নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে সায় দেয় চীন। চীন সায় দেওয়ার পরই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মাসুদ আজহারকে আন্তর্জাতিক জ'ঙ্গি ঘোষণা করে। তারপর চাপে পড়ে পাকিস্তানও মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একপ্রকার বাধ্য হয়। সূত্র : এবিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে