মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:২৯:৫৭

এবার লুঙ্গি পরে ট্রাক চালালেই মোটা অঙ্কের জরিমানা

এবার লুঙ্গি পরে ট্রাক চালালেই মোটা অঙ্কের জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : এবার লুঙ্গি পরে ট্রাক চালালেই মোটা অঙ্কের জরিমানা। ট্রাকচালকদের জন্য নতুন পোশাক বিধি দিয়েছে ভারতের উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। যা অমান্য হলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। নয়া মোটরযান আইনের সঙ্গেই নতুন ফরমান জারি হয়েছে।

উত্তর প্রদেশ বিধানসভায় নয়া মোটরযান আইনের সঙ্গে একটি অতিরিক্ত সংশোধনী জুড়ে দেওয়া হয়েছে। এই সংশোধনী অনুযায়ী ফুলপ্যান্টের সঙ্গে শার্ট বা টিশার্ট পরেই ট্রাক চালাতে হবে। স্যান্ডেল নয়, পায়ে থাকতে হবে জুতা। স্কুল ভ্যান ও সরকারি গাড়ির চালকদের মধ্যেও এই নতুন আইন চালু করা হয়েছে।

এ প্রসঙ্গে রাজ্যটির এএসপি (ট্রাফিক) পূর্ণেন্দু সিং বলেন, ‘১৯৮৯ সাল থেকেই পোশাক বিধি লঙ্ঘন করলে ৫০০ রুপি জরিমানা করার রীতি চালু ছিল। সেই জরিমানার পরিমাণ বাড়িয়ে ২ হাজার রুপি করা হয়েছে।’ - টাইমস অব ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে