আন্তর্জাতিক ডেস্ক : অনেক সময় ফোনে কথা বলতে বলতে অনেকেরই হুশ থাকে না! বেশিভাগ ক্ষেত্রে মহিলাদের মধ্য এমন প্রবণতা দেখা যায়। যার ফলে অনেক ক্ষেত্রে বড় দুর্ঘটনাও ঘটে যায়।
এমনই এক বড় দুর্ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুরের রিয়ানভ গ্রামে। স্বামীর সঙ্গে ফোনে কথা বলার সময় না দেখেই সাপের উপরে বসে পড়েছিলেন। সাপের কামড়ে এক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় গীতা সিং নামের গৃহবধূর।
ওই মহিলার স্বামী কর্মসূত্রে থাইল্যান্ডে থাকেন। স্বামীর সঙ্গেই ফোনে কথা বলছিলেন তিনি। ফোনে এতটাই ব্যস্ত ছিলেন যে পারেননি তিনি যেখানে বসছেন সেটা আগে থেকে কব্জা করেছে দুই বিষাক্ত সাপ। সাপ দুটি তখন সঙ্গমে লিপ্ত ছিল।
ফোনে কথা বলতে বলতে দুর্ভাগ্যবশত তিনি সঙ্গমরত সাপ দুটির উপরেই বসে পড়েন। আর তখনই সাপ দুটি একসঙ্গে তাকে কামড়ে দেয়। কামড়ানোর কয়েক মিনিটের মধ্যেই জ্ঞান হারান গীতা। বাড়ির লোকেরা তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যান। কিন্তু বিষের প্রভাব এতটাই বেশি ছিল যে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসা চলাকালীনই হাসপাতালে তার মৃত্যু হয়। সূত্র : এবিপি