শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৪৮:০৮

গণেশ বিসর্জন দিতে গিয়ে ১৩ জনের মৃ'ত্যু, নিখোঁজ বহু

গণেশ বিসর্জন দিতে গিয়ে ১৩ জনের মৃ'ত্যু, নিখোঁজ বহু

আন্তর্জাতিক ডেস্ক : এবার ভারতের মধ্যপ্রদেশের খাটলাপুরে গণেশ বিসর্জন দিতে গিয়ে ১৩ জনের মৃ'ত্যু, নিখোঁজ বহু। খাটলাপুর ঘাটে গণপতি বিসর্জনকে কেন্দ্র করে এ দু'র্ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার গণপতি বিসর্জন ঘিরে বহু মানুষের সমাগম হয় খাটলাপুরে। সেখানের মন্দিরঘাট এলাকায় এমন সমাবেশে ব্যাপক ভিড় হওয়ায় নৌকাতে অতিরিক্ত মানুষ উঠে পড়েন। যার জেরে নৌকাডুবি হয় বলে সূত্রের দাবি। এরপর থেকেই মৃ'ত্যু সংবাদ আসতে শুরু করে।

এ ঘটনার কথা জানতে পেরেই ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। উদ্ধার করা হয় বিপর্যস্ত মানুষদের। এখনও পর্যন্ত ঘটনায় ১৩ জনের মৃ'তদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে