আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে (ডিআর কঙ্গো) একটি ট্রেন লাইনচ্যু'ত হয়ে অন্তত ৫০ জন নি'হ'ত হয়েছে। মালবাহী ট্রেনটিতে অ'বৈধভাবে যাত্রীরা ভ্রমণ করছিলেন। পথে ট্রেনটি লাইনচ্যু'ত হলে হ'তাহ'তের ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার কঙ্গোর দক্ষিণ-পূর্বাঞ্চলে এই দু'র্ঘ'টনা ঘটেছে।
কঙ্গোর স্টিভ বিকায়ি নামের এক মন্ত্রী এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত তিনটার দিকে তানগানিকা প্রদেশে ট্রেন দু'র্ঘট'নায় ৫০ জন নি'হ'ত এবং আরও বেশ কয়েকজন আ'হ'ত হয়েছে।