শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৩৩:০৩

রাজপ্রাসাদে গোপন কারাগার বানাচ্ছেন সৌদি যুবরাজ

রাজপ্রাসাদে গোপন কারাগার বানাচ্ছেন সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার বিরোধীদের আটক করতে জেদ্দায় নিজের প্রাসাদের অভ্যন্তরেই গোপন কারাগার বানাচ্ছেন। আল-সালাম রাজপ্রাসাদেই এ গোপন কারাগার তৈরি করা হচ্ছে। কারাগারটি হবে ১০ তলাবিশিষ্ট। এতে নির্জন কক্ষ ছাড়াও বেশকিছু সম্পূর্ণ অন্ধকার কক্ষ থাকবে।

এ কারাগারে বন্দিদের শাস্তির বিষয় তদারকি করবেন স্বয়ং যুবরাজ সালমান। বুধবার আরবি নিউজ ওয়েবসাইট আল-আহদ আল-জাদিদের বরাতে এ খবর দিয়েছে ফার্স নিউজ।

২০১৭ সালের নভেম্বরে সৌদি আরবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করার পর আটক শতাধিক ব্যক্তিকে রিৎজ-কার্লটন হোটেলে রাখায় বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়। দেশটির পর্যটন ব্যবসার ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে গোপন কারাগার বানানো হচ্ছে। আরব মিডিয়াটি ওই প্রতিবেদনে আরও বলেছে, গোপন কারাগারে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও শাস্তির বিষয়টি ক্রাউন প্রিন্স বিন সালমান নিজেই তদারকি করবেন।

প্রতিবেদনে বলা হয়, এর আগে দুর্নীতি দমন অভিযানে আটক ব্যক্তিদের অনেকের মুক্তি হলেও এখনও অনেক ধনাঢ্য ব্যক্তি কারাবন্দি রয়েছেন। তাদের মধ্যে বিন সালমানের সঙ্গে মতবিরোধের কারণে সৌদি রাজপরিবারের অনেক সদস্যও রয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে