শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৪৭:৩৭

ফের সীমান্তে পাক-ভারত সেনাবাহিনীর পা'ল্টাপা'ল্টি গো'লাগু'লি, ২ সেনা নি'হ'ত

ফের সীমান্তে পাক-ভারত সেনাবাহিনীর পা'ল্টাপা'ল্টি গো'লাগু'লি, ২ সেনা নি'হ'ত

আন্তর্জাতিক ডেস্ক: অ'স্ত্রবিরতি ল'ঙ্ঘ'ন করে ফের সীমান্তে পাক-ভারত সেনাবাহিনীর পা'ল্টাপা'ল্টি গো'লাগু'লিতে আবারও উ'ত্ত'প্ত হয়ে উঠেছে বিত'র্কিত জম্মু-কাশ্মীর অঞ্চল। গত দুই দিনে পাক অ'ধিকৃত আজাদ জম্মু-কাশ্মীরের হাজিপুর সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর গু'লিতে পাকিস্তানি দুই সেনা সদস্য নি'হ'ত হয়েছেন।

শনিবার পাক আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতরের (আইএসপিআর) এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, আজাদ-জম্মু-কাশ্মীরের হাজিপুর সেক্টরে বিনা উ'সকানিতে গো'লাব'র্ষণ করেছে ভারতীয় সেনাবাহিনী। এতে ৩৩ বছর বয়সী হাবিলদার নাসির হুসেইন নিহ'ত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার হাজিপুর সেক্টরের কাছে ভারতীয় সেনাবাহিনীর গু'লিতে গোলাম রসুল নামে পাকিস্তানি অপর এক সেনা সদস্যের প্রা'ণ'হা'নি ঘটে।

ভারতীয় সংবাদসংস্থা এএনআই বলছে, বিনা উ'স'কা'নিতে পাকিস্তানি সেনাবাহিনী যু'দ্ধ'বিরতি ল'ঙ্ঘন করায় পাল্টা গো'লাব'র্ষণ করেছে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। এতে পাক সেনাবাহিনীর অন্তত দুই সদস্য নি'হ'ত হয়েছেন। দুইদিন ধরে চেষ্টা চালানোর পরও তাদের ম'রদে'হ উদ্ধা'রে ব্যর্থ হয় পাক সেনাবাহিনী। অবশেষে শান্তির প্রতীক হিসেবে সাদা পতাকা প্রদর্শন করে তাদের ম'রদে'হ উ'দ্ধা'র করেছে তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে