শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ০১:১২:০১

সৌদি আরবের দুটি তেল স্থাপনায় ড্রোন হা'মলা, ব্যাপক অগ্নিকাণ্ড

সৌদি আরবের দুটি তেল স্থাপনায় ড্রোন হা'মলা, ব্যাপক অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন বড় দুটি তেল স্থাপনায় ড্রোন হা'মলা চালানো হয়েছে। ভিডিও ফুটেজে বিশ্বের সবচেয়ে বড় তেল প্রক্রিয়াজাত কেন্দ্র আবকাইক-এ ড্রোন হা'মলার পর আগুন জ্বলতে দেখা গেছে। এছাড়া পশ্চিমাঞ্চলে খুরাইস তেল ক্ষেত্রে হা'মলার পর সেখানেও আগুন জ্বলছে। তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে দুটি স্থানের আগুনই এখন নিয়ন্ত্রণে। এর আগে সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হা'মলার দায় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা স্বীকার করে। তবে সাম্প্রতিক হা'মলার দায় কেউ স্বীকার করেনি। সৌদি কর্তৃপক্ষও এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে দায়ী করেনি।

২০১৫ সালের মার্চ থেকে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ল'ড়াই করছে সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট। ওই ল'ড়াই শুরুর পর থেকে সৌদি আরবে বেশ কয়েক বার হা'মলা চালানোর কথা স্বীকার করেছে হুথি বিদ্রোহীরা। তবে শনিবারের হা'মলা প্রসঙ্গে এখনও কোনও তথ্য জানায়নি তারা।

সরকারি সৌদি প্রেস এজেন্সি  জানিয়েছে, স্থানীয় সময় ভোর চারটায় আবকাইক ও খুরাইসে তেল স্থাপনায় ড্রোন হা'মলার কারণে সৃষ্ট আগুন মোকাবিলা শুরু করে আরামকোর শিল্প নিরাপত্তা দল। দুই জায়গার আগুনই এখন নিয়ন্ত্রণে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে