শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ০২:০২:৫৫

বোরকা পরে আসায় ছাত্রীদের কলেজে ঢুকতে দিল না কর্তৃপক্ষ

বোরকা পরে আসায় ছাত্রীদের কলেজে ঢুকতে দিল না কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক : বোরকা পরে আসায় কলেজে ঢুকতে দেয়া হয়নি বেশ কয়েকজন মুসলিম ছাত্রীকে। বুধবার দেশটির উত্তরপ্রদেশের ফিরোজাবাদ শহরের এসআরকে কলেজে এ ঘটনা ঘটে।

ভারতের উল্লেখযোগ্য সংবাদমাধ্যম এনডিটিভির বাংলামাধ্যম ‘এই সময়’ জানিয়েছে, বুধবার ফিরোজাবাদ শহরের এসআরকে কলেজে কয়েকজন বোরকা পরিহিত ছাত্রীকে কলেজে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ।

বিষয়টি স্বীকার করে এ বিষয়ে সংবাদমাধ্যমটিকে এসআরকে কলেজ জানিয়েছে, বোরকা পরে কলেজে প্রবেশের কোনো বিধান নেই। বোরকা শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো ইউনিফরম নয়। তাই কলেজে তাদের প্রবেশের অনুমতি দেয়া হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে