সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০২:৪৪:৫২

মুহূর্তেই ভেঙে পড়লো ২২টি বহুতল ভবন, বহু হতাহতের আশঙ্কা

মুহূর্তেই ভেঙে পড়লো ২২টি বহুতল ভবন, বহু হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলে একটি শিল্প পার্কে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে মুহুর্তেই ২২টি বহুতল ভবন ভেঙ্গে পড়েছে সঙ্গে একটি গ্যাসপাইপ লাইনের বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় প্রায় শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। তবে কোনো কোনো সংবাদ মাধ্যমে ৪১ জন নিখোঁজ থাকার কথা বলা হচ্ছে। তবে কোনো কোনো সংবাদমাধ্যম ধসে যাওয়া ভবনের সংখ্যা ৩৩ বলে উল্লেখ করছে। রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের শেনজেন শহরে লিউজি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় এ ভূমিধসের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি ও সিনহুয়া জানিয়েছে, ভূমিধসে শ্রমিকদের দুটি আবাসিক ভবনসহ ২২টি ভবন ধসে পড়েছে। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে জানানো হয়, ঘটনার পর ধ্বংসস্তূপের তলা থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, এদের মধ্যে তিনজন সামান্য আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের মধ্য থেকে জীবিতদের অনুসন্ধানে দেড় হাজারের বেশি মানুষ উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তোলা ভূমিধসের একটি ভিডিও ছবিতে যেখানে আগে ভবনগুলো দাঁড়িয়েছিলো সেখানে বিশাল ধুলার মেঘ ও ধ্বংসস্তূপের গাদা দেখা যাচ্ছে। এখন পর্যন্ত ভয়াবহ এ ভূমিধসের সঠিক কারণ সম্পর্কে পরিষ্কার কিছু জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা জানা যায়নি। এছাড়া কতজন নিখোঁজ রয়েছেন, তাও সঠিক জানা যায়নি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভিতে ৪১ জন নিখোঁজ হওয়ার কথা বলা হলেও সিনহুয়া এবং আন্তর্জাতিক গণমাধ্যম ৯১ জনের কথা জানিয়েছে। শেনঝেন শহর প্রশাসনের ডেপুটি সেক্রেটারি জেনারেল লি ইকাং পাঁচজন নারী ও ১৭ জন পুরুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন। ভয়াবহ এ ভূমিধসের ফলে চীনের পূর্ব থেকে পশ্চিমে প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য স্থাপিত একটি পাইপলাইনে বিস্ফোরণ হয়েছে। শেনজেন প্রদেশের সরকারি নিরাপত্তা ব্যুরোর উপপ্রধান রেন জিগুয়াং সংবাদ মাধ্যমকে জানান, ভূমিধসের আগে সকালবেলা ঘটনাস্থল থেকে অধিকাংশ জনগণকে সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে প্রায় ৯০০ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। এছাড়া উদ্ধারকাজে সহায়তার জন্য কয়েকটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে হাজির হয়েছে। ২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে