রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:২৯:২৭

ভারতের সঙ্গে যু'দ্ধ বাধলে হারতে পারে পাকিস্তান : ইমরান খান

ভারতের সঙ্গে যু'দ্ধ বাধলে হারতে পারে পাকিস্তান : ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী ইমরান খান রবিবার ইসলামাবাদে বসে স্বীকার করে নিলেন ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি। একাধিক বার ভারতকে পরমাণু যু'দ্ধের হু'ম'কি আর হুঁ'শিয়া'রি দেয়ার পর, হঠাৎই এই বোধোদয় দেখে বেশ কিছুটা অবাক আন্তর্জাতিক মহল।

এদিন ইমরান বলেন, তিনি শান্তিপ্রিয় মানুষ। বরাবর যু'দ্ধের ঘো'রত'র বি'রো'ধী। তার দেশ কখনই প্রথমে পরমাণু যু'দ্ধ শুরু করবে না। যু'দ্ধ কোনও সম'স্যার সমাধান হতে পারে না। যুদ্ধ একটা সমস্যা থেকে আরেকটা সমস্যার জন্ম দেয়। ভিয়েতনামের ক্ষেত্রেও তাই দেখা গেছে। 

ইমরান খানের স্বীকারোক্তি, ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুতে যু'দ্ধ বাধলে, তা গড়াবে প'র'মা'ণু যু'দ্ধের ভ'য়াব'হতায়। তবে পাকিস্তানের সামনে দুটো রাস্তা খোলা থাকবে। এক, আত্মসমর্পণ করা, দুই, স্বাধীনতার জন্য প্রা'ণ দেওয়া। পাকিস্তানিরা দ্বিতীয় পথটাই বেছে নেবে।

কাশ্মীর ইস্যুতে ফের একবার ভারতকে দো'ষারো'প করে পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, দু'দেশের সম্পর্কের তি'ক্ত'তার জন্য দায়ী ভারত। কাশ্মীর নিয়ে এই ধরণের পদক্ষেপ পাকিস্তান মেনে নিতে পারে না। অনৈতিকভাবে কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

ভারতের জন্যই দু'দেশের মধ্যে আলোচনার রাস্তা বন্ধ হয়ে গেছে বলে দাবি করে ইমরান খান বলেন পাকিস্তান ফের একবার মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়াকে এই ইস্যুতে পাশে পাওয়ার চেষ্টা করবে। সূত্র : কলকাতা ২৪

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে