আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের তেল স্থাপনায় ১০টি ড্রোনের সাহায্যে হা'ম'লা চালানো হয়েছে বলে দাবি করেছেন ইয়েমেনের সশ'স্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।
১৪ সেপ্টেম্বর ইয়েমেনের সশ'স্ত্র বাহিনী পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনে সৌদি আ'গ্রাস'ন ও দ'খল অব্যাহত থাকলে সৌদি আরবে আরও বৃহৎ পরিসরে হা'মলা চালানো হবে এবং সেটি যে কোনো সময়ের চেয়ে আরও বেশি ক'ষ্টদা'য়ক হবে।
বিবৃতিতে বলা হয়, যখন কেউ আপনাকে আ'ক্রম'ণ করে তখন তাকেও সেভাবে আ'ক্রম'ণ করা উচিত। সৌদি সরকারের উদ্দেশ্যে বলতে চাই আমদের হা'ম'লা চালানোর লক্ষ্য দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। আমাদের থামাতে হলে আমাদের দেশে সৌদি আরবকে দ'খ'লদা'রি ও আ'গ্রা'সন ব'ন্ধ করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, আমাদের দেশে ৫ বছর থেকে আ'গ্রাস'ন ও দ'খ'লদারিরর মাধ্যমে যে অ'পরা'ধ সংগঠিত হয়েছে তার সমুচিত জবাব দেয়া আমাদের বৈধ ও স্বাভাবিক অধিকার।