মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৩৬:৩৯

আত্মহ’ত্যার হুমকি দিলেন ‘জয় শ্রীরাম’ না বলায় গণপি'টুনিতে নিহ'ত তাবরেজের স্ত্রী

আত্মহ’ত্যার হুমকি দিলেন ‘জয় শ্রীরাম’ না বলায় গণপি'টুনিতে নিহ'ত তাবরেজের স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ‘জয় শ্রীরাম’ না বলায় গণপি'টুনিতে প্রা'ণ দিতে হয়েছিল ঝাড়খন্ডের তাবরেজ আনসারিকে। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে খু'নের (৩০২) ধারার বদলে অনিচ্ছাকৃত খু'নের (৩০৪) ধারায় চার্জশিট জমা দিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে শুধু প্রতিবাদ নয়, ফের খু'নের ধারা না জুড়লে জেলাশাসকের কার্যালয়ের সামনেই আ'ত্মহ'ত্যার হুমকি দিলেন তাবরেজের স্ত্রী শাহিস্তা পারভিন।

গত ১৭ জুন গণপি'টুনির শি'কার হন ঝাড়খন্ডের সরাইকেলা-খরসোঁয়া জেলার বাসিন্দা তাবরেজ আনসারি। ‘জয় শ্রীরাম’ না বলায় তাকে একটি পিলারের সঙ্গে বেঁধে বাঁশ, লোহার রড দিয়ে বেধ'ড়ক মা'রধ'র করা হয়। মাথা-সহ শরীরের বিভিন্ন জায়গায় গু'রুতর চো'ট পান তিনি। ২২ জুন হাসপাতালে মৃ'ত্যু হয় তাবরেজের। সেই ঘটনা সংবাদমাধ্যমে ছড়াতেই গোটা ভারতে তোলপাড় শুরু হয়। ওই গণপি'টুনির ঘটনায় ৩০২ ধারায় সরাসরি খু'নের অভিযোগেই মামলা দায়ের হয়েছিল। কিন্তু সেই মামলায় অভিযুক্ত ১৩ জনের মধ্যে ১১ জনের বিরুদ্ধে ৩০৪ ধারায় চার্জশিট পেশ করে পুলিশ। ফলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা লঘু হয়ে যায়।

তারই প্রতিবাদে গতকাল সোমবার জেলা শাসকের সঙ্গে দেখা করতে যান পারভিন। সঙ্গে ছিলেন তার মা এবং শ্বশুর। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তারা জেলাশাসকের সাক্ষাৎ পান বলে অভিযোগ। সেখানেই জেলাশাসককে পারভিন স্পষ্ট জানিয়ে আসেন, ফের ৩০২ ধারা যোগ না করলে তিনি আত্মহ'ত্যা করবেন এবং সেটা জেলাশাসকের দফতরের সামনেই।

পরে তিনি বলেন, ‘সারা বিশ্ব আমার স্বামীকে খু'ন হতে দেখেছে। তার পরেও জেলা প্রশাসন খু'নিদের রক্ষা করছে। খু'নিদের বিরুদ্ধে খু'নের ধারা ফের না জুড়লে জেলাশাসকের দফতরের সামনেই আমি আত্মহ'ত্যা করব।’

গণপি'টুনিতে তাবরেজের মৃ'ত্যুর মাস দুয়েক আগেই বছর চব্বিশের পরভিনের সঙ্গে তার বিয়ে হয়। তাবরেজের মৃ'ত্যুর দু’দিন পর পরভিন জানতে পারেন তিনি সন্তানসম্ভবা। কিন্তু স্বামীর মৃ'ত্যুর আকষ্মিক ধাক্কায় গর্ভপাত হয়ে যায় তার। তার পরও গণপি'টুনিতে অভিযুক্তদের শাস্তির জন্য এখনও লড়াই ছাড়েননি পরভিন। সূত্র: এনডিটিভি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে