ইসরাইল আমাদের বন্ধু : তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলি সরকারকে তুরস্কের বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির ক্ষমতাসীন জাস্টিস এবং ডেভেলপমেন্ট পার্টি বা একেপি'র এক মুখপাত্র। অধিকৃত পশ্চিম তীরসহ ফিলিস্তিনি অন্যান্য ভূখন্ডে বর্বর ইসরাইলি বাহিনী যখন ফিলিস্তিনিদের ওপর কঠোর দমন পীড়ন অব্যাহত রেখেছে তখন তুরস্ক এই মন্তব্য করল। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
একেপি'র মুখপাত্র ওমর সেলিক গতকাল (রোববার) বলেন, 'এতে কোনো সন্দেহ নেই যে ইসরাইলি সরকার এবং এর জনগণ তুরস্কের বন্ধু।' তিনি আরো বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কে চুড়ান্ত চুক্তিতে পৌঁছাতে দুই দেশই এখন একটি চুক্তির খসড়া তৈরিতে কাজ করছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০১০ সালের মে মাসে পাঠানো ত্রাণবাহী জাহাজে ইহুদিবাদী সেনাদের হামলার পর ইসরাইল ও তুরস্কের মধ্যকার সম্পর্কে মারাত্মক টানাপড়েন দেখা দিয়েছিল।
ওই ঘটনার পর ইহুদিবাদী ইসরাইল এবং তুরস্ক আবারো সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক তেল আবিব এবং আঙ্কারার কর্মকর্তারা গত সপ্তাহে জানিয়ে ছিলেন।
ইসরাইলি কর্মকর্তা জানান, সুইজারল্যান্ডের গোপন আলোচনায় তেল আবিবের পক্ষ থেকে অংশ নিয়েছেন মোসাদের সম্ভাব্য নতুন প্রধান ইয়োসি কোহেন এবং ইসরাইলি প্রধানমন্ত্রীর বিশেষ ঘনিষ্ঠ সহকারী জোসেফ সিয়েচানোভার। অন্যদিকে, তুরস্কের পক্ষে আলোচনায় অংশ নেন তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব ফেরিদুন সিনিরলিওগ্লু।
চুক্তি অনুযায়ী, ত্রাণবহরে হামলার শিকার ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণ দেবে ইসরাইল। এছাড়া, আংকারা ও তেল আবিব নতুন করে রাষ্ট্রদূতও নিয়োগ দেবে এবং ইসরাইল থেকে গ্যাস রপ্তানির বিষয়ে আলাচনা শুরু করবে।
২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�