বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৪৬:০২

‘স্ত্রীর সন্মান ও মর্যাদা রক্ষার জন্য প্রয়োজনে যু'দ্ধও করা উচিত’

‘স্ত্রীর সন্মান ও মর্যাদা রক্ষার জন্য প্রয়োজনে যু'দ্ধও করা উচিত’

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীর সন্মান ও মর্যাদার জন্য যু'দ্ধও প্রয়োজন হয়, তা হলে তা হওয়া উচিত। রামচরিত রামায়ণ স্মরণে একথা বললেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুরো রামায়ণে বাল্মিকী সারা জীবন চরিতের বর্ণনা করেছেন।

দিল্লিতে আন্তর্জাতিক রামায়ণ মহোত্‍সবের সূচনা অনুষ্ঠানে রামায়ণের প্রশংসা করে তিনি বলেন, 'হাজার বছরের প্রাচীন ভারতের সাংস্কৃতিক প্রবাহ যদি কোনও মহাকাব্যের মধ্যে থাকে, তা হল রামায়ণ।'

অমিত শাহ বলেন, আমি অনেক দিন মঞ্চে রামায়ণ দেখিনি। তাই এখানে দেখতে এলাম। সকলেই রামায়ণ মঞ্চস্থ করার চেষ্টা করেছেন। দেশের গণ্ডি অতিক্রম করে রামায়ণ আক্ষরিক অর্থেই পূর্ণ মহাকাব্য। পুরো রামায়ণ মহাকাব্যে বাল্মিকী সারা জীবন চরিতের বর্ণনা করেছেন।

তিনি বলেন, প্রভু শ্রীরাম মর্যাদা পুরুষোত্তম ছিলেন, যার জীবনী রচিত হয়েছে রামায়ণে। রামায়ণে এমন কিছু কাব্য রয়েছে, যা সুশাসন, জ্ঞান, বিজ্ঞান-- সব কিছু রয়েছে। স্ত্রীর সন্মান ও মর্যাদা কী ভাবে রক্ষা করতে হয়, তা রামায়ণে বলা রয়েছে। স্ত্রীর সন্মান ও মর্যাদা রক্ষার জন্য যদি যু'দ্ধও করতে হয়, তা করতে হবে।

অমিত শাহের মতে, সংসারের সব সমস্যার সমাধান রামায়ণে রয়েছে। রামায়ণ ভারতীয় সংস্কৃতির রাজদূত হয়ে, অন্যান্য দেশের ভাষা ও ধর্মের মর্যাদা দিয়েছে। দুনিয়ায় এমন কোনও ভাষা নেই, যে ভাষায় রামায়ণের অনুবাদ হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে