সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৫:২৪:৫২

পাকিস্তান থেকে জেএফ-১৭ কিনছে মালয়েশিয়া

পাকিস্তান থেকে জেএফ-১৭ কিনছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কাছ থেকে জয়েন্ট ফাইটার বা জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার কথা ভাবছে মালয়েশিয়া। সম্প্রতি ইসলামাবাদে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার দাতো হাসরুল সানি বিন মুজতাবার পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রতিরক্ষা খাতে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানকে অনবদ্য যুদ্ধবিমান হিসেবে গণ্য করা হচ্ছে। এ যুদ্ধবিমান কয়টি কেনা হবে সে বিষয়ে মালয়েশিয়ার সরকার দ্রুত সিদ্ধান্ত নিবে বলেও জানিয়েছেন তিনি। কলকাতা ২৪ এর এক প্রতিবেদনে এ খবর জানা যায়। অন্যদিকে হাসরুল সানি বিন মুজতাবার আরও জানান, পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে মালয়েশিয়ার প্রতিরক্ষা সম্পর্ক বেশ সুদৃঢ়। পাকিস্তান এবং মালয়েশিয়াকে নিয়ে গঠিত যৌথ প্রতিরক্ষা কমিটি সক্রিয় ফোরামের ভূমিকা পালন করছে বলেও আশা প্রকাশ করেন। প্রসঙ্গত, ২০০৩ সালের মে মাসে প্রথমবারের মতো পাকিস্তান জেএফ-১৭ থান্ডার বোমারু বিমানের নমুনা প্রদর্শন করে। তারপর থেকে ২০০৭ সাল পর্যন্ত পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্র্যাফট যৌথভাবে এই বিমানটি তৈরি করেছে। হাল্কা ওজনের এক ইঞ্জিন বিশিষ্ট এবং বহুমুখী যুদ্ধে পারদর্শী জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ৫৫,৫০০ ফুট উঁচু দিয়ে উড়তে পারে। এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১,২৯৬ কিলোমিটার। চলতি বছরের নভেম্বরে দুবাই বিশেষ বোমারু বিমান মেলায় প্রথম অংশ নিয়েই ক্রেতা পেয়েছে পাকিস্তান। অবশ্য এখনও সেই ক্রেতার নাম প্রকাশ করা হয়নি। তবে মালয়েশিয়ার আগে মিশরও এই বিমান কেনার আগ্রহ দেখিয়েছে। ২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে