বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১১:১০:১০

হঠাৎ ভারত মহাসাগরে ৭ চীনা যুদ্ধজাহাজ

হঠাৎ ভারত মহাসাগরে ৭ চীনা যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ ভারত মহাসাগরে ঘোরাফেরা করা সাতটি চীনা যুদ্ধজাহাজকে সনাক্ত করেছে নয়াদিল্লি। ভারতীয় জলসীমা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ওই জাহাজগুলো টহল দেয়ার তথ্য যাচাই করছে ভারত।

ভারতীয় সংবাদসংস্থা এএনআই এর খবরে বলা হয়েছে, ভারত মহাসাগর অঞ্চলে কৌশলে প্রভাব বিস্তার করতে চাইছে চীন। এজন্য তারা এডেন উপসাগরে জলদস্যু দমনের অজুহাত দিচ্ছে।

টহলের নামে ভারতীয় বিশেষ ব্যবসায়িক এলাকা (এক্সক্লুসিভ ইকোনমিক জোন) ও আঞ্চলিক জলসীমার কাছাকাছি চীনা যুদ্ধ জাহাজগুলোকে ঘোরাফেরা করতে দেখেছে নৌবাহিনী। ভারতের পি-৮১ অ্যান্টি সাবমেরিন নজরদারি বিমানের মাধ্যমে ওই জাহাজগুলোর ছবি নয়াদিল্লির হাতে এসেছে।
তবে এ বিষয়ে ভারত বা চীনের পক্ষ থেকে কোনো বক্তব্য দেয়া হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে