বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৩৮:৪৬

ইরানের বিরুদ্ধে সৌদির পক্ষে আমরা যুদ্ধ করতে চাই না: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সৌদির পক্ষে আমরা যুদ্ধ করতে চাই না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এমন একজন ব্যক্তি যিনি যুদ্ধ পছন্দ করেন না। ফলে তিনি সৌদি আরবের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে প্রস্তুত নন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় যে হামলা হয়েছে তার পিছনে ইসলামি প্রজাতন্ত্র ইরান রয়েছে বলে মনে হয় তবে তিনি কারো বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চান না।

সৌদি আরবের দুইটি তেল ক্ষেত্রে হামলার জন্য ইরানকে অভিযুক্ত করে ডোনাল্ড ট্রাম্পের আগে বিবৃতি দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তবে ইরান আমেরিকার ওই বক্তব্য সরাসরি নাকচ করে দিয়েছে।

আরামকো তেল স্থাপনায় ড্রোন হামলা সম্পর্কে ট্রাম্প বলেন, ওই হামলায় ইরান জড়িত কি না তা নিয়ে তদন্ত করছে আমেরিকা তবে তিনি এই মুহূর্তে মনে করেন হামলার পিছনে অবশ্যই ইরান জড়িত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে