শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:৫৫:২১

নির্বাসিত স্বৈরশাসক আবেদিন বেন আলীর মৃত্যু

নির্বাসিত স্বৈরশাসক আবেদিন বেন আলীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ তিউনিশিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরশাসক ও সাবেক প্রেসিডেন্ট জিনে এল আবেদিন বেন আলী মারা গেছেন। সৌদি আরবে নির্বাসিত থাকা অবস্থায় বৃহস্পতিবার মারা যান তিনি। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। খবর রয়টার্সের। তিউনিশিয়ায় সম্প্রতি অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের কয়েকদিন পরই মারা গেলেন সাবেক এই স্বৈরশাসক।

বেন আলীর স্বৈরশাসনের বিরুদ্ধে ২০১১ সালে ব্যাপক গণ-অভ্যুত্থান শুরু হয়। স্বৈরশাসনে অতিষ্ঠ সাধারণ নাগরিকদের গণতান্ত্রিক আন্দোলনের মুখে ওই বছর সৌদি আরবে পালিয়ে যান বেন আলী। 

তিউনিশিয়ায় শুরু হওয়া এই বিপ্লব পরবর্তীতে ‘আরব বসন্ত’ নামে আরব বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে শুরু হয়; যা আরব দেশগুলোর ক্ষমতাসীন স্বৈরশাসকদের ভীত নাড়িয়ে দেয়।

উল্লেখ্য, ২০১১ সালে শুরুতে আফ্রিকার অন্যতম শক্তিশালী অর্থনীতি তিউনিশিয়ার গণঅভ্যূত্থানের ধারাবাহিকতাতেই যেন লিবিয়া, সিরিয়া, বাহরাইন প্রভৃতির গণ্যঅভ্যূত্থান। তিউনিশিয়ায় গণঅভ্যূথানে ২৪ বছরের একচ্ছত্র রাজত্বের "জাইন-এল আবেদিন বেন আলীর" পতন ঘটে। তিনি সৌদি আরবে পালিয়ে গিয়ে জীবন রক্ষা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে