সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৬:৪৭:০৭

হিজাব পরলেই জরিমানা

হিজাব পরলেই জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : হিজাব বা ইসলামী শালিন পোশাক পরে বাইরে বের হতে পারবে না কোন নারী। হিজাব বা ইসলামী পোশাক পরে কেউ বাইরে বেরুলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে সরকার। একইসঙ্গে একথাও বলেছেন কোন নারী যদি হিজাব পরে রাস্তায় বাহির হয় তার জরিমানা করারও হুমকি দিয়ে রেখেছেন উজবেকিস্তানের সরকার। ইরানের ফার্স বার্তাসংস্থার বরাদ দিয়ে রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। গত কয়েক বছর ধরেই উজবেকিস্তানে হিজাবধারী নারীদের সঙ্গে হয়রানিমূলক আচরণ করে আসছে দেশটির সরকার। তবে এখন থেকে সরকার হিজাবধারীদেরকে জরিমানা করার পাশাপাশি তাদেরকে কারাদণ্ড দেবে বলেও জানা গেছে। গত কয়েক বছর ধরে তাজিকিস্তান ও কিরগিজিস্তানের সরকারও হিজাবধারীদের সঙ্গে হয়রানিমূলক আচরণ করে আসছে। ২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে