সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৭:০৫:১১

যে কারণে আফগান পার্লামেন্ট উদ্বোধন করবেন মোদি

যে কারণে আফগান পার্লামেন্ট উদ্বোধন করবেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পার্লামেন্টের তৈরির কাজ শেষ হয়েছে। এই পার্লামেন্ট ভবনটি তৈরি করেদিয়েছেন ভারত সরকারের পক্ষ থেকে। কিন্তু এই পার্লামেন্টের উদ্বোধন করবেন কে? এই নিয়ে জল্পনা শুরু হলেও অবশেষে জানা যায় বন্ধুত্বের প্রতিক হিসেবে তৈরি করেদেয়া এই ভবনটির উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আফগানিস্তানে এই পার্লামেন্ট তৈরি করে দিচ্ছে ভারতই। আর তার প্ল্যানও প্রায় সম্পূর্ণ। দ্রুত সব কাজ সম্পূর্ণ করতে দায়িত্ব পাওয়া সংস্থাগুলিকে চাপও দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর দফতর থেকে। সোমবার আগান সংবাদ সংস্থার বরাদ দিয়ে কলকাতা ২৪ এর এক প্রতিবেদনে এ খবর জানা যায়। ২০০৭-এ এই পার্লামেন্ট তৈরির উদ্যোগ নেয় ভারত। বন্ধুত্ব ও সহযোগিতা প্রতীক হিসেবে এই পার্লামেন্টে বনিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১১ তে সেই পার্লামেন্ট তৈরির ডেডলাইন ছিল। কিন্তু গত চার বছরে প্রায় তিনটি ডেডলাইন মিস করেছে ভারত। মোদি নিজে গিয়ে ওই ভবনের উদ্বোধন করতে ইচ্ছুক। তাই তিনি দ্রুত ভবন তৈরির চেষ্টা করছেন। সম্প্রতি ভারতের নগরোন্নয়ন মন্ত্রকের সের তত্ত্বাবধানে একটি রিপোর্ট তৈরি করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে ৯৬ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। প্রজেক্টটা নেওয়ার সময় ৪৫ মিলিয়ন ডলার খরচের হিসেব করা হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে ৯ কোটি ডলার খরচ হবে। ২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে