রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:৫৪:৫৪

প্রধানমন্ত্রী হয়েও যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে এ কি করলেন নরেন্দ্র মোদি!

প্রধানমন্ত্রী হয়েও যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে এ কি করলেন নরেন্দ্র মোদি!

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের নজর ছিল হাউডি নরেন্দ্র মোদির ওপর। প্রথম ধাপেই বিক্রি হয়ে গিয়েছে ৫০ হাজার পাস। রবিবার সেই মেগা শো হাউডি মোদিতে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তবে এই অনুষ্ঠান শুরুর আগেই হিট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার হাউস্টন বিমানবন্দরে যে ছবি ধরা পড়েছে, তা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

অনুষ্ঠানে যোগ দিতে শনিবারই হাউস্টনে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন ভারতীয় ও মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা। 

মোদিকে অভ্যর্থনা জানানো হয় একটি ফুলের তোড়া দিয়ে। সেই তোড়া থেকেই একটি ফুল মাটিতে পড়ে যায় আচমকা। তখনই মোদিকে দেখা গেল সেই ফুলটি মাটি থেকে কুড়িয়ে নিতে।

প্রধানমন্ত্রী হয়েও এই সৌজন্যের জন্য উচ্চ প্রশংসিত হন মোদি। সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা প্রত্যেকেই এই কাজের প্রশংসা করেন। ফুলটি কুড়িয়ে নিয়ে নিজের নিরাপত্তারক্ষীকে দেন মোদি। তারপর অন্যান্যদের সঙ্গে এগিয়ে যান গন্তব্যের দিকে।

এই ছবিটি লেন্সবন্দি হতে বেশি সময় নেয়নি। স্বচ্ছ ভারত প্রকল্পের জন্য বিদেশে অনেকবারই প্রশংসিত ও সম্মানিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তবে হাউস্টন বিমানবন্দরে পরিচ্ছন্নতার যে নজির রেখেছেন তিনি, তা ভারতের মুখ উজ্জ্বল করেছে বলে মনে করছেন নেটিজেনরা। সেই ভিডিও ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে।

এর আগেও ভারতের প্রধানমন্ত্রীর এই ধরণের নজিরবিহীন সৌজন্যের সাক্ষী ছিল রাশিয়া। ভারত-রাশিয়া ২০তম দ্বিপাক্ষিক বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার জন্য মোদি রাশিয়ার ভ্লাদিভস্তক শহরে যান। সেখানেই একটি ফটোসেশনের জন্য কিছুটা সময় বের করেন প্রধানমন্ত্রী মোদি। তাকে রাশিয়ায় উপস্থিত বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ছবি তুলতে হত।

সেই হলে প্রবেশ করেই প্রধানমন্ত্রী দেখেন তার জন্য রাখা রয়েছে একটি বিশেষ আরামদায়ক সোফা, যেখানে অন্যান্যদের জন্য রয়েছে সাধারণ চেয়ার। সঙ্গে সঙ্গে তাতে বসতে মানা করেন মোদি। কর্মকর্তাদের নির্দেশ দেন সোফাটি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। আরও নির্দেশ আসে প্রধানমন্ত্রীর কাছে থেকে। মোদি বলেন তাকেও একটি এরকমই সাধারণ চেয়ার দেওয়া হোক।

খুব স্বাভাবিকভাবেই মোদির এই নির্দেশে রীতিমত অবাক হন সবাই। তবে, সঙ্গে সঙ্গে সোফা সরিয়ে চেয়ার এনে দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সেই চেয়ারে বসেই ফটোসেশন করেন মোদি। এই ভিডিও নিজের মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারে পোস্ট করেন ভারতের রেলমন্ত্রী পীযুষ গোয়েল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে