সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৪৬:১১

বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশের তালিকা প্রকাশ

বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশের তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক : অর্থ বিত্ত বৈভবে বিশ্বের প্রতিটি দেশ প্রতিযোগিতার ভিত্তিতে এগিয়ে চলছে। প্রতিনিয়ত প্রতিযোগিতা চলছে কে কার থেকে এগিয়ে থাকবে ধন-সম্পদের বিচারে।বিশ্বের ১০টি শীর্ষ ধনী দেশের তালিকা প্রকাশ:

১. শীর্ষ ধনীদের তালিকায় এক নম্বরে আছে কাতার। এদেশের মানুষের মাথাপিছু জিডিপি ১ লাখ ৪৬ হাজার ১১ ডলার। ২. লুক্সেমবার্গ-এদেশটি রয়েছে শীর্ষ ধনীদের দ্বিতীয় তালিকায়। এদেশের মানুষের মাথাপিছু জিডিপি ৯৪ হাজার ১৬৭ ডলার। ৩. তৃতীয় অবস্থারে আছে সিঙ্গাপুর। এদেশের মানুষ মাথাপিছু জিডিপি ৮৪ হাজার ৮২১ ডলার। ৪. ব্রুনাই আছে চতুর্থ অবস্থানে। এদেশের মানুষের মাথাপিছু জিডিপি ৮০ হাজার ৩৩৫ ডলার।
৫. পঞ্চম অবস্থানে আছে কুয়েত। এদেশের মানুষের মাথাপিছু জিডিপি ৭১ হাজার ৬০০ ডলার। 

৬. নরওয়ে আছে ষষ্ঠ অবস্থানে। এদেশের মানুষের মাথাপিছু জিডিপি ৬৭ হাজার ৬১৯ ডলার। ৭. সপ্তম অবস্থানে আছে ইউনাইটেড আরব আমিরাত। এদেশের মানুষের মাথাপিছু জিডিপি ৬৭ হাজার ২০১ ডলার। ৮. হংকং আছে অষ্টম অবস্থানে। এদেশের মাথাপিছু জিডিপি ৫৭ হাজার ৬৭৬ ডলার। ৯. নবম অবস্থানে আছে আমেরিকা। এদেশের মানুষের মাথাপিছু জিডিপি ৫৭ হাজার ৪৫ ডলার। ১০. সুইজারল্যান্ড আছে দশম অবস্থানে। এদেশের মানুষের মাথাপিছু জিডিপি ৫৬ হাজার ৮১৫ ডলার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে