সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৫৪:১০

পবিত্র কাবা শরিফে গোটা বিশ্বের মুসলিম সমাজের মুক্তির জন্য দোয়া করলেন ইমরান খান

পবিত্র কাবা শরিফে গোটা বিশ্বের মুসলিম সমাজের মুক্তির জন্য দোয়া করলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুই দিনের সফরে সৌদি আরবে থাকাকালীন মক্কায় অবস্থিত পবিত্র কাবা শরিফে ওমরাহ হজ পালন করেন। তার সঙ্গে দেশটির সরকারের একটি প্রতিনিধি দলও ছিল। ওমরাহ শেষে তিনি অবরুদ্ধ কাশ্মীরের নির্যাতিত মানুষের মুক্তির জন্য দোয়া করেছেন।

সৌদি আরব ও পাকিস্তানের বেশকিছু গণমাধ্যমের প্রতিবেদনে বৃহস্পতিবার ইমরানের ওমরাহ পালন নিয়ে এমন খবর জানানো হয়েছে। পাক প্রধানমন্ত্রী সৌদিতে দুদিনের রাষ্টীয় সফর শেষে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত শনিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন।

প্রতিবেদনে জানানো হয়েছে, পবিত্র কাবা শরিফের দরজা প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সঙ্গে থাকা প্রতিনিধি দলের জন্য উন্মুক্ত করা হয়। ইমরান তার সঙ্গীদের নিয়ে ভেতরে প্রবেশ করেন। সেখানে তিনি কাশ্মীর ও গোটা বিশ্বের মুসলিম সমাজের জন্য দোয়া করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার ওমরাহ পালন ছাড়াও শুক্রবার মক্কার পবিত্র মসজিদ ‘আল মসজিদ আল হারামে জুমার নামাজ আদায় করেন। শুক্রবার বিকেলে মক্কা থেকে মদিনায় যান। সেখানে রোজা ই রাসূলে সম্মান জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে