মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৫৮:৫৯

কাশ্মীর ইস্যুতে ফের মধ্যস্থতার কথা বললেন ডোনাল্ড ট্রাম্প

কাশ্মীর ইস্যুতে ফের মধ্যস্থতার কথা বললেন ডোনাল্ড ট্রাম্প

স্পোর্টস ডেস্ক : কাশ্মীর ইস্যুতে ফের একবার মধ্যস্থতার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক বসেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই এই ইচ্ছাপ্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে ভারতের তরফে কোনও বক্তব্য দেওয়া হয়নি।

এদিন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাশে বসিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি কাশ্মীর সমস্যা মেটাতে ইচ্ছুক। কাশ্মীর সমস্যা দুদেশের ক্ষেত্রেই জটিল এক সমস্যা। আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক। তবে ভারত যদি চায় তাহলে কাশ্মীর সমস্যা সমধানে আমি মধ্যস্থতার ভূমিকাতে থাকতে পারি, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বলেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউস বলছে, ট্রাম্প জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা কমাতে ইমরানকে নমনীয় ভাষা ব্যবহার করতে বলেছেন। ট্রাম্প উভয় পক্ষকেই সংযত হতে আহ্বান জানিয়েছেন। ট্রাম্প ও ইমরান খান উভয়েই যুক্তরাষ্ট্র-পাকিস্তান অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে কাজ করতে সম্মত হয়েছেন বলেও জানিয়েছে হোয়াইট হাউস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে