মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ০১:২৬:০৩

পাক-সেনার হা'মলা থেকে বাঁচতে সীমান্তে বাংকার বানাচ্ছে ভারত

পাক-সেনার হা'মলা থেকে বাঁচতে সীমান্তে বাংকার বানাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে যু'দ্ধকালীন তত্‍পরতায় বাংকার বানাচ্ছে ভারত। জম্মু ডিভিশনের তরফে এই খবর প্রকাশ করা হয়েছে। পাকিস্তানের আ'ক্র'মণ থেকে নাগরিকদের বাঁচাতে এই বাংকার তৈরি করা হচ্ছে। 

সরকারি সূত্রে খবর, ইতিমধ্যেই পুঞ্চ ও রাজৌরি জেলায় ৭ হাজার ২৯৮টি বাংকার তৈরি হয়ে গিয়েছে। ৭ হাজার ১৬২টি বাংকার তৈরি বাকি রয়েছে। মোট ১৪ হাজার ৪৬০টি বাংকার তৈরি হচ্ছে। এর জন্য খরচ পড়ছে ৪১৫.৭৩ কোটি টাকা। আন্তর্জাতিক সীমানা ও নিয়ন্ত্রণ রেখা বরাবর বাংকারগুলি তৈরি করা হবে। 

এর মধ্যে ১৩ হাজার ২৯টি ব্যক্তিগত বাংকার ও ১ হাজার ৪৩১টি গোষ্ঠীগত বাংকার। ১৬০ স্কোয়্যার ফিটের ব্যক্তিগত বাংকারে থাকতে পারবে ৮ জন। ৮০০ স্কোয়্যার ফিটের গোষ্ঠীগত বাংকারে ৪০ জনের থাকার জায়গা থাকছে। নিরাপত্তার স্বার্থে জম্মু-কাশ্মীর সীমান্তে বসছে ৫,৩৯০ বাংকার রাজৌরিতে ৪ হাজার ৯১৮টি ব্যক্তিগত বাংকার ও ৩৭২টি গোষ্ঠীগত বাংকার তৈরি হচ্ছে। 

খাটুয়া জেলায় তৈরি হচ্ছে ৩ হাজার ৭৬টি ব্যক্তিগত বাংকার ও ১২০টি গোষ্ঠীগত বাংকার। পুঞ্চ জেলায় ব্যক্তিগত বাংকারের সংখ্যা ১ হাজার ৩২০ টি, গোষ্ঠীগত বাংকারের সংখ্যা ৬৮৮টি। জম্মুতে ১ হাজার ২০০টি ব্যক্তিগত বাংকার ও ১২০টি গোষ্ঠীগত বাংকার তৈরি হচ্ছে। সাম্বা জেলায় তৈরি হচ্ছে ২ হাজার ৫১৫টি ব্যক্তিগত ও ৮টি গোষ্ঠীগত বাংকার।

ভারত-পাকিস্তানের সীমানার দৈর্ঘ্য ৩ হাজার ৩২৩ কিলোমিটার। এর মধ্যে ২২১ কিলোমিটার আন্তর্জাতিক সীমা ও ৭৪০ কিলোমিটার নিয়ন্ত্রণ রেখা। দুই দেশের মধ্যে গু'লি বিনিময়ের সময় সমস্যায় পড়েন এলাকার বাসিন্দারা। সেজন্যেই এই সিদ্ধান্ত মোদি সরকারের। সূত্র : কলকাতা ২৪x৭

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে