মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:২৪:১৩

মোদীর সঙ্গে সাক্ষাতের ২৪ ঘণ্টা পরই ইমরানের কাছে গিয়ে সুর বদল ট্রাম্পের!

মোদীর সঙ্গে সাক্ষাতের ২৪ ঘণ্টা পরই ইমরানের কাছে গিয়ে সুর বদল ট্রাম্পের!

আন্তর্জাতিক ডেস্ক : মোদীর সঙ্গে সাক্ষাতের ২৪ ঘণ্টা পরই ইমরানের কাছে গিয়ে সুর বদল ট্রাম্পের! একদিন আগে টেক্সাসে ‘হাউদি মোদি’ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

৫০ হাজার লোকের সামনে ট্রাম্পের হয়ে প্রচারণা চালান মোদীও। এমন অবস্থায় ভারতীয় কূটনীতিকরা মনে করেছিলেন, একদিন পর ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভালো কোনো অবস্থান তৈরি করতে পারবেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে নয়াদিল্লির আশাহত করে বেশ সফল বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প ও ইমরান খান।

হাউদি মোদী অনুষ্ঠানে একে অপরের প্রশাংসায় মাতেন ট্রাম্প ও মোদি। এসময় পাকিস্তানের বিপক্ষে অভিযোগের তীর ছোঁড়েন মোদী। কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার বার্তাও দেন তিনি। সে সময় ট্রাম্প ভারতকে অন্যতম বন্ধু হিসেবে উল্লেখ করেন।

মোদী ও ট্রাম্পের এমন অন্তরঙ্গ মুহূর্তের পর মনে করা হচ্ছিল যে একদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া ইমরানের সঙ্গে ট্রাম্পের বৈঠক খুব একটা সফল হবে না। তবে ঘটেছে ঠিক তার উল্টোটা।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমি পাকিস্তানের উপরে ভরসা করি। আমি চাই কাশ্মীরে সবাই ভালো থাকুন। প্রধানমন্ত্রী মোদী ও প্রধানমন্ত্রী খানের সঙ্গে আমার সম্পর্ক ভালো। ওরা দু’জনই যদি বলেন যে আমাদের একটা সমস্যা দূর করার আছে, তা হলে আমি সেটা করতে পারি। একই সঙ্গে ট্রাম্পের দাবি, ‘আমি খুবই ভালো মধ্যস্থতাকারী’।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে