আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তরাঞ্চলে মঙ্গলবার শক্তিশালী ৫.৮ মাত্রার ভূমিকম্পে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহ'ত হয়েছেন তিন শতাধিক মানুষ। ব্যাপক ক্ষ'য়ক্ষ'তি হয়েছে ভেঙে পড়েছে বাড়িঘরসহ বিভিন্ন ভবন।
দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে এ খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও পাকিস্তানের জাতীয় দৈনিক ডন। পাকিস্তান নিয়ন্ত্রিত 'আজাদ' কাশ্মীরের মিরপুর শহর এলাকা সবচেয়ে বেশি ক্ষ'তিগ্র'স্ত হয়েছে।
পাকিস্তানের প্রধান ভূতত্ত্ববিদ মুহাম্মদ রিয়াজ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘ভূমকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। সবচেয়ে বেশি ক্ষ'তিগ্র'স্ত হয়েছে মিরপুর। প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পে নিহ'তদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে।
গণমাধ্যমসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, বড় বড় মহাসড়ক বিশাল ফাটল হয়ে তৈরি করেছে। বিভিন্ন ভবন ও বাড়িঘর ধসে পড়েছে। কিছু কিছু বাড়ির অংশবিশেষ মাটির নিচে তলিয়ে গেছে।