আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে সাধারণ সভা চলাকালীন ইমরান খানের সঙ্গে পার্শ্ববৈঠকে উঠে এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্য এক রুপ। পাক প্রধানমন্ত্রীর সামনেই মার্কিন প্রেসিডেন্ট নিশানা করলেন পাকিস্তানি সাংবাদিকদের।
সোমবার জাতিসংঘের সাধারণ সভার মাঝেই পার্শ্ববৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীর ইস্যু, আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া-সহ নানা বিষয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে। পরে যৌথ সাংবাদিক বৈঠকে পাক সাংবাদিকদের প্রশ্নে দৃশ্যতই ক্ষি'প্ত হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট।
এক পাকিস্তানি সাংবাদিক কাশ্মীর পরিস্থিতি নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করেন। তখনই ক্ষো'ভ প্রকাশ করেন তিনি। ইশারায় ইমরান খানকে দেখিয়ে তিনি সাংবাদিককে জিজ্ঞাসা করেন, ''আপনি কি এর দলে? বিবৃতি দিচ্ছেন, কোনও প্রশ্ন করছেন না।''
ট্রাম্পের এমন প্রতিক্রিয়ার পরেও অবশ্য থামেননি ওই পাক সাংবাদিক। কাশ্মীরে 'মানবাধিকার ল'ঙ্ঘ'ন'-এর অভিযোগ তুলে ট্রাম্পকে মন্তব্য করতে চাপ দিতে থাকেন তিনি। আর তাতে আরও ক্ষু'ব্ধ হয়ে ওঠেন ট্রাম্প। ইমরান খানের দিকে ঘুরে তিনি প্রশ্ন করেন, ''এই সব সাংবাদিকদের কোথায় পান?''
ইমরানের দিকে যখন ঘুরে ট্রাম্প পাক সাংবাদিকদের নিয়ে ক্ষো'ভ ব্যক্ত করছেন তখন অবশ্য চুপ থাকতে দেখা গিয়েছে পাক প্রধানমন্ত্রীকে। সংবাদ মাধ্যম নিয়ে ট্রাম্পের এমন কড়া প্রতিক্রিয়া নতুন নয়। এর আগেও বহু বার প্রকাশ্যেই সাংবাদিকদের নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সূত্র : এবিপি