বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ১০:২০:০৭

যেমন দেশ তেমন তার চোখ ধাঁধানো বিমানবন্দর

যেমন দেশ তেমন তার চোখ ধাঁধানো বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক : চীনের রাজধানীর তিয়েনআনমেন স্কয়ারের প্রায় ৪৬ কিলোমিটার দক্ষিণে একটি  'স্টারফিশ' আকৃতির বিশাল আন্তর্জাতিক বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। 

বিমানবন্দরটির নাম রাখা হয়েছে বেইজিং ড্যাক্সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই বিমানবন্দর দিয়ে বছরে প্রায় ১০০ মিলিয়ন যাত্রী যাতায়াত করতে পারবেন। এখানে আটটি রানওয়ে।

বলা হচ্ছে, এটিই বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তকমা পেতে চলেছে। এটি ভেতরে রয়েছে বৃহদাকার টার্মিনাল।  বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশটির বিমানবন্দরটির আয়তন ৯৮টি ফুটবল মাঠের সমান অর্থাৎ প্রায় ৭ লাখ স্কয়ার মিটার।

আন্তর্জাতিক ও ঘরোয়া অনেক বিমান সংস্থাই এই বিমানবন্দর ব্যবহার করার কথা জানিয়েছে। এই তালিকায় রয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ, ক্যাথি প্যাসিফিক, ফিনএয়ার। এছাড়াও ডেল্টা, এয়ার ফ্রান্স, রয়্যাল ডাচ এয়ারলাইন্স, ইস্টার্ন এয়ারলাইন ও চায়না সাদার্ন এয়ারলাইন্সও তাদের ফ্লাইট এখান থেকে শুরু করবে বলে ধরাণা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে