রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:৩৬:৫০

অবরুদ্ধ কাশ্মীর, গাছেই আপেল পচাচ্ছেন চাষিরা

অবরুদ্ধ কাশ্মীর, গাছেই আপেল পচাচ্ছেন চাষিরা

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের রপ্তানি পণ্যের মধ্যে সবচেয়ে কদর আপেলের। সেই কদরের চিন্তা করেই অনেক আগ্রহ নিয়ে আপেল চাষ করেন সেখানের চাষিরা। কাশ্মীরের স্থানীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই আপেল এখন চাষিরা গাছে পচাচ্ছেন।

১ মাস ২৪ দিন ধরে কাশ্মীর অ'ব'রু'দ্ধ। কাশ্মীরের বিশেষ মর্যাদা র'দ করার পর থেকেই অস্থিতিশীলতার আ'শ'ঙ্কায় সেখানে সেনা প্র'হ'রা বাড়ানো হয়েছে। যোগাযোগব্যবস্থা অ'ব'রু'দ্ধ করে দেওয়ায় কাশ্মীর কার্যত এখন বাইরের জগৎ থেকে বি'চ্ছি'ন্ন। আর বি'চ্ছি'ন্ন কাশ্মীরে এখন গাছেই পচে যাচ্ছে আপেল।

আজ রোববার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর অঞ্চলটিতে শত শত মিলিয়ন ডলার আয় হয় আপেল বিক্রি থেকে। কাশ্মীরের প্রায় অর্ধেক জনসংখ্যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপেল চাষে জড়িত।

কাশ্মীরের শোপিয়ান জেলার কেন্দ্রের একটি আপেলবাগানের মালিক গোলাম নবী এবং তার ভাই প্রতিবছর সাত হাজার বাক্স আপেল বিক্রি করে ৭০ লাখ রুপির মতো আয় করেন। তার বাগানটি এখন অলস পড়ে রয়েছে। গাছ থেকে আপেল তোলা হচ্ছে না। পাকা আপেলের ভারে গাছের ডাল নুইয়ে পড়ছে।

শোপিয়ান ও কাশ্মীরের অন্যান্য এলাকায় ফলের বাজার শূন্য। ভারত সরকার আপেল সমস্যার সমাধান করতে চাইছে। আপেলচাষিদের কাছ থেকে সরাসরি আপেল কিনে নেওয়ার প্রকল্প নিচ্ছে। সরকার আপেলচাষিদের যথাযথ নিরাপত্তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে