মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ১২:২২:৫৫

সুখবর, তেলের দাম কমেছে!

সুখবর, তেলের দাম কমেছে!

আন্তর্জাতিক ডেস্ক: ২০০৪ সালের জুলাইয়ের পর বিশ্ববাজারে তেলের দাম এত কম আর কখনো হয়নি। বিশেষজ্ঞদের আশঙ্কা, চাহিদার তুলনায় ব্যাপক যোগানের কারণে ২০১৬ সাল নাগাদও তেলের দরপতন অব্যাহত থাকতে পারে। রয়টার্স জানিয়েছে, অর্থনৈতিক মন্দাকালীন মার্কিন প্রতিষ্ঠান ব্রেন্ট ক্রুডের ব্যারেলপ্রতি তেলের দাম যা ছিল, তার চাইতেও কমে ৩৬.০৬ ডলারে নেমে এসেছে। মাত্র দেড় বছর আগেই ব্যারেলপ্রতি তেল কিনতে ১১৪ ডলার করে খরচ করতে হতো। কিন্তু তারপর থেকেই বিশ্বজুড়ে দুর্বল অর্থনীতির বিপরীতে উৎপাদনের পরিমাণ রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ায় ধাপে ধাপে পড়তে থাকে তেলের দাম। তেল উৎপাদনকারী দেশ ও প্রতিষ্ঠানগুলোর ওপর বিশ্ববাজারে তেলের দামের পতনে বড় ধরনের প্রভাব পড়েছে, লাখো মানুষ কর্মসংস্থান হারিয়েছে। গত সপ্তাহে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়ে দেওয়ায় ডলারের দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণে তেলের দাম কমছে। তবে, বিশ্ববাজারে দফায় দফায় তেলের দাম কমলেও বাংলাদেশে তেলের দাম এখনো কমানোর কোন উদ্যোগ নেয়া হয়নি। ২২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে