শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯, ১২:২৩:১৮

সিরিয়ায় ১১৮ কুর্দি যো'দ্ধাকে হ'ত্যা করল তুরস্ক!

সিরিয়ায় ১১৮ কুর্দি যো'দ্ধাকে হ'ত্যা করল তুরস্ক!

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় চলমান অভিযানে ৯টি প্রদেশে ১১৮ জন কুর্দিকে হ'ত্যা করেছে তুরস্ক। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর জানানো হয়। খবর তুর্কি গণমাধ্যম আনাদলুর।

তবে তুর্কি কর্তৃপক্ষ ১১৮ জনকে হ'ত্যার বিষয়ে বিশষ ব্যাখ্যা দেয়নি। দেশটি কৌশলগতভাবে 'নি'ষ্ক্রি'য়' শব্দটি ব্যবহার করে। এর মধ্যে সবাই নিহ'ত বা কিছু আ'ত্মস'ম'প'র্ণকৃত যো'দ্ধা থাকতে পারে।

এ সময় তাদের কাছ থেকে তুর্কি বাহিনী বিপুল পরিমাণ অ'স্ত্র ও গো'লাবা'রু'দ উদ্ধার করে বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়।

এগুলোর মধ্যে রয়েছে, ১৩০ লং ব্যারেলড গা'ন, ১৮০টি হ্যান্ড গ্রে'নে'ড, ১৭ হাজার ৮শ একাত্তরটি গু'লি, ৬০ হাজার পাউন্ড বি'স্ফো'রকের উপাদান, ১০টি রকেট লা'ন্সা'র ও ২৩২টি রকেট লা'ন্সা'রের গো'লা।

সীমান্ত নিরাপদ, সিরিয়ার অখণ্ডতা ও সিরিয়ান শরণার্থীদের নিরাপদে ফিরিয়ে দিতে চলতি মাসের ৯ অক্টোবর থেকে উত্তর সিরিয়ায় অপারেশন পিস স্প্রিং শুরু করেছে তুর্কি সরকার। উত্তর সিরিয়ার পূর্ব ফোরাত নদী পিকেকে/পিওয়াইডি ও ওয়াইপিজে মুক্ত করতে চায় আঙ্কারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে