সোমবার, ২১ অক্টোবর, ২০১৯, ০৯:৫৬:৩৮

ভারতের হা'মলায় পাকিস্তানের ১০ সেনা নিহ'ত

ভারতের হা'মলায় পাকিস্তানের ১০ সেনা নিহ'ত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় ভূখণ্ডে সন্ত্রাসীদের অনুপ্রবেশে সহায়তা করছে পাক সেনাবাহিনী। প্রতিবেশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে এমন অভিযোগ এনে পাক অধ্যুষিত কাশ্মীরে হা'মলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। রোববার সীমান্তে কয়েক দফা সংঘ'র্ষে জড়িয়ে পড়েছে দু'দেশের সেনাবাহিনী। ভারতের তরফ থেকে বলা হচ্ছে, তারা পাক অধ্যুষিত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটি ও চৌকিতে হা'মলা চালিয়েছে।

এতে সন্ত্রাসীদের তিনটি ক্যাম্প ধ্বং'সে হয়েছে এবং ছয় থেকে ১০ জন পাক সেনা সদস্য নিহ'ত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত দাবি করেছেন।

একটি সূত্র জানিয়েছে, কুপওয়ারা জেলার তাংঘর সেক্টরের বিপরীত পাশে অবস্থিত পাক অধিকৃত কাশ্মীরের নিলাম উপত্যকায় সন্ত্রাসীদের বেশ কিছু ঘাঁটি লক্ষ্য করে আর্টিলারি গোলাবারুদ দিয়ে হা'মলা চালানো হয়েছে। ভারতে সন্ত্রাসীদের অনুপ্রবেশে সহায়তা করায় পাক সেনাবাহিনীকে জবাব দেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

জেনারেল রাওয়াতের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পাকিস্তানের ৬ থেকে ১০ জন সেনা নিহ'ত হয়েছে এবং সন্ত্রাসীদের তিনটি ক্যাম্প ধ্বংস হয়েছে। এছাড়া ৬ থেকে ১০ জন সন্ত্রাসীও নিহ'ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে