রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯, ০৬:৫৬:২৬

ইরাকে সরকার বিরোধী বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল!

ইরাকে সরকার বিরোধী বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল!

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের আল-ফাতাহ অ্যালায়েন্সের প্রধান হাদি আল-আমেরি বলেছেন, ইরাক বর্তমানে চ'র'ম বি'শৃ'ঙ্খলার সম্মুখীন হয়েছে। আর এর পেছনে ইসরায়েল এবং আমেরিকা কলকাঠি নাড়ছে।

আল-আমেরি বলেন, ইরাকে এমন কিছু লোক রয়েছে যারা গোটা দেশে বি'শৃ'ঙ্খলা ও স'হিং'সতা ছড়িয়ে দিতে চায়। আর এসব লোককে পেছন থেকে সমর্থন ও সহযোগিতা দিচ্ছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল।

ইরাকের 'আসায়েব আহলুল হাক' আন্দোলনের মহাসচিব শেইখ কায়েস আল খাজ আলী বলেছেন, ইরাকে নতুন করে যে বি'ক্ষো'ভ শুরু হয়েছে তাতে ইসরায়েল ও আমেরিকার হাত রয়েছে। বর্তমান পরিস্থিতি চ'র'ম বি'শৃ'ঙ্খ'লাপূর্ণ। ইরাকে র'ক্তা'ক্ত পরিস্থিতির দায় বিজাতীয়রা এড়িয়ে যেতে পারবে না।

ইরাকে গত কয়েক দিনে বিক্ষোভের সময় বেশ কয়েকজন অ'স্ত্র'ধারীকে আ'ট'ক করা হয়েছে। এছাড়া অ'স্ত্রভর্তি গাড়িও জব্দ করা হয়েছে। আমেরিকা ও তার মিত্ররা ইরাকে বিশৃঙ্খলা ছড়িয়ে দিয়ে নিজের কর্তৃত্ব জোরদারের চেষ্টা করছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন।

অর্থনৈতিক স'ঙ্ক'ট, সামাজিক বি'শৃ'ঙ্খ'লা ও দু'র্নী'তি লাগাম টানতে ইরাকের ক্ষমতাসীন সরকারের পদত্যাগের দাবিতে চলতি মাসের শুরুর দিকে ধীরে ধীরে বি'ক্ষো'ভ শুরু হয়। তবে অক্টোবরের মাঝের দিকে এসে এই বি'ক্ষো'ভ ক্রমান্বয়ে তী'ব্র আকার ধারণ করায় সরকারি বাহিনী বি'ক্ষো'ভ দ'মা'তে ক'ঠো'র অবস্থানে যায়।

সরকারি আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সঙ্গে বি'ক্ষো'ভকারীদের সং'ঘ'র্ষ, সং'ঘা'ত ও স'হিং'সতায় এখন পর্যন্ত কমপক্ষে ১৯০ জনের প্রা'ণহা'নি ঘটেছে। চলমান এই অ'স্থি'রতায় প্রায় দুই বছরের স্থিতিশীল ইরাকে অ'চ'লাবস্থা তৈরি হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে