আন্তর্জাতিক ডেস্ক : দু'র্ধ'র্ষ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি আত্ম'ঘা'তী হয়েছেন। এ সময় তার তিন তরুণ ছেলেমেয়েও নিহ'ত হন। সিরিয়ায় গতকাল শনিবার মার্কিন বাহিনীর অভিযানের সময় এ ঘটনা ঘটে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন। ওই বিবৃতির বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইদলিব প্রদেশের একটি সুড়ঙ্গে মার্কিন সেনা অভিযানে বাগদাদি নি'হ'ত হয়েছেন। অভিযানের সময় বাগদাদি আ'ত্মঘা'তী বি'স্ফো'রণ ঘটিয়েছেন।
ওই সময় সেখানে চিৎকার ও কান্নার শব্দ শোনা যায়। বাগদাদির সঙ্গে তার তিন তরুণ ছেলেমেয়ে ছিলেন। বাগদাদির আ'ত্ম'ঘা'তী বি'স্ফো'রণে তারাও নি'হ'ত হন। বি'স্ফো'রণের পর বাগদাদির দেহ ছি'ন্নভি'ন্ন হয়ে যায়। তবে পরীক্ষার মাধ্যমে বাগদাদির নি'হ'তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
রোববার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আইএস নেতা বাগদাদি কুকুরের মতো এবং একজন কাপুরুষের মতো মা'রা গেছেন। নিজের শরীরে পরিহিত একটি সুইসাইড ভে'স্টের বি'স্ফো'রণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেন বাগদাদি। এই বি'স্ফো'রণে তার তিন ছেলেমেয়েও মা'রা গেছে।
বাগদাদির আসল নাম ছিল ইব্রাহিম আওওয়াদ ইব্রাহিম আল-বদরি। সংগঠিত ও নি'র্ম'ম যুদ্ধক্ষেত্রের কৌশল ভালো জানা ছিল তার। উত্তর বাগদাদের অদূরে সামারা এলাকায় ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন বাগদাদি। ২০১৪ সালে জঙ্গিগোষ্ঠী আইএস যখন ইরাকের মসুল শহর দখলে নিয়েছিল, তখন নিজেকে আইএসের খলিফা হিসেবে ঘোষণা করেন তিনি।