আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া আরও দুইটি ক্ষে'প'ণা'স্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দেশটির দক্ষিণ পিয়নগান প্রদেশ থেকে জাপান সাগরে ওই পরীক্ষা চালানো হয়।
গত বছর পা'রমা'ণবিক পরীক্ষা বন্ধ এবং আন্তমহাদেশীয় ক্ষে'প'ণা'স্ত্র পরীক্ষা না চালানোর ঘোষণা দেয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে ধ্বং'স করা হয় একটি পা'রমা'ণ'বিক স্থাপনা। এ বছরের ফেব্রুয়ারিতে ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক কোনও চুক্তি ছাড়াই শেষ হয়।
কিম বা'জে চুক্তির প্রস্তাব করেছেন এমন অভিযোগ করে বৈঠক ছেড়ে বেরিয়ে যান প্রেসিডেন্ট ট্রাম্প। গত মাসে কৌশলগত নিয়ন্ত্রিত অ'স্ত্র পরীক্ষার কথা স্বীকার করে পিয়ংইয়ং। গত জুনে ট্রাম্প এবং উনের মধ্যে সাক্ষাতের পর জুলাইয়ের শেষদিকে প্রথমবারের মতো ক্ষে'প'ণা'স্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া।
সর্বশেষ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ক্ষে'প'ণা'স্ত্র পরীক্ষা চালায় পিয়ংইয়ং। চলতি বছরে এটি দেশটির ১২তম ক্ষে'পণা'স্ত্র পরীক্ষা। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ পিয়ংগান প্রদেশ থেকে ক্ষে'প'ণা'স্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছে, যা পূর্ব সাগরে (জাপান সাগর) অবস্থিত জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়েছে।
তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আরও উৎক্ষেপণ হয় কিনা সে ব্যাপারে তারা নজর রাখছেন। দক্ষিণ কোরিয়া বলছে, ক্ষে'প'ণা'স্ত্র দুইটি প্রো'জে'ক্টা'ইল মি'সা'ইল, যেগুলো মূলত মহাকাশে ছুড়ে মা'রা হয়। তবে জাপান মনে করছে, এগুলো ব্যা'লি'স্টি'ক মি'সা'ইল। এই মাসের শুরুতে সম্পূর্ণ নতুন ডিজাইনের ক্ষে'প'ণা'স্ত্র চালায় উত্তর কোরিয়া। সাবমেরিন থেকে এই পরীক্ষা চালানো হয়।