আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দামান-দিউয়ের বিজেপি সভাপতি গোপাল তান্ডেলের যৌ'ন কে'লে'ঙ্কা'রি ফাঁ'স হয়েছে। এক নারীর সঙ্গে ওই ভিডিওতে আ'প'ত্তিকর অবস্থায় দেখা গেছে তাকে। এরই মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। ত
বে গোপাল তান্ডেল এ বিষয়ে অভিযোগ অস্বীকার করেছেন। ভিডিওতে এক নারীর সঙ্গে ঘ'নি'ষ্ঠ অবস্থায় দেখা যায় বিজেপি সভাপতি গোপাল তান্ডেলকে। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে ওই নারীর সঙ্গে অ'শ্লী'ল ও আ'প'ত্তিকর অবস্থায় দেখা যায় তাকে।
অভিযোগ উঠেছে, বিজেপি নেতার অ'শ্লী'ল এই ভিডিও ভাইরাল করার জন্য একটি হা'নিট্র্যা'প গ্যাং যুক্ত রয়েছে। এমনকী অভিযোগ এও যে, এই ভিডিওটির বিনিময়ে কোনো অর্থ না পাওয়ার কারণেই ভাইরাল করা হয়েছে। এটি ভাইরাল হওয়ার পর গোপাল তার মোবাইল বন্ধ করে রেখেছিলেন।
তবে এ ঘটনা সংক্রান্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। কাকতালীয়ভাবে কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় সুরাটের কংগ্রেস নেতা দীনেশ কাচ্ছাদিয়ারও একটি ঘ'নি'ষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছিল। দীনেশ কাচ্ছাদিয়া ওই ভিডিওটির বিনিময়ে কোনো অর্থ দিতে অ'স্বী'কার করেছিলেন।
অভিযোগ উঠেছে, সেই কারণে তারও ভিডিও ভাইরাল করা হয়েছিল। তবে সূত্রের খবর, যে গ্যাং হা'নিট্রা'প চালাচ্ছে তারা কোনো অর্থ না পেয়ে এ ধরনের ভিডিও ভাইরাল করার চেষ্টায় লেগে রয়েছে।
শুধু নেতা-মন্ত্রীরা নন। হা'নিট্র্যা'পের ফাঁদে ভারতের নানা প্রান্তে আম পাবলিককেও শি'কা'র হতে হচ্ছে। প্র'তা'র'ণা ও ব্ল্যা'ক'মে'ইল করারও নানান ঘটনা ঘটেছে। হা'নিট্র্যা'পের মাধ্যমে যুবকরা ফোনে তাদের নানান বয়সের মানুষকে প্র'তা'র'ণা করে জা'লি'য়া'তির শি'কা'র করতে বাধ্য করছে। আর তারপরে তাদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হা'তি'য়ে নিচ্ছে।