শনিবার, ০৯ নভেম্বর, ২০১৯, ০৮:০৬:৫৬

বাবরি মসজিদ ধ্বং'স বেআইনি ছিল, তবু জমি পেলেন হিন্দুরা: কোন যুক্তিতে?

বাবরি মসজিদ ধ্বং'স বেআইনি ছিল, তবু জমি পেলেন হিন্দুরা: কোন যুক্তিতে?

আন্তর্জাতিক ডেস্ক : ঐকমত্যের ভিত্তিতে উত্তরপ্রদেশের অযোধ্যা মামলার রায় দিলেন ভারতের সর্বোচ্চ আদালতের পাঁচ বিচারপতি। রায় ঘোষণা করতে গিয়ে প্রথমেই জানালেন, মামলার অন্যতম পক্ষ শিয়া ওয়াকফ বোর্ডের কোনও দাবিই জন্মায় না ওই বিতর্কিত জমির উপরে। 

পরে জানানো হল, আর এক মামলাকারী নির্মোহী আখড়ার দাবিও খারিজ করে দেওয়া হচ্ছে। অতএব আইনি লড়াই পড়ে রইল রামলালা বিরাজমান এবং সুন্নি ওয়াকফ বোর্ডের। সে লড়াইয়ে বিতর্কিত জমির অধিকার পেলেন রামলালা বিরাজমান। অযোধ্যারই অন্য কোনও অংশে মসজিদ তৈরির জন্য বিকল্প জমির ব্যবস্থা করার নির্দেশও দিল সুপ্রিম কোর্ট।

পরাধীন ভারতে আইনি লড়াইটা শুরু হয়েছিল। স্বাধীনতার প্রায় ৭২ বছর পরে শেষ হল। অবশ্য সুন্নি ওয়াকফ বোর্ড এই রায়ে যে ভাবে অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছে, তাতে টানাপড়েন শেষ হল বলা যায় কি না, তা নিয়ে সামান্য হলেও সংশয় থেকেই যাচ্ছে। কিন্তু ঐতিহাসিক মামলা ভারতের সর্বোচ্চ আদালতের সাংবিধানিক বেঞ্চ যে রায় এ দিন দিল, তা যে ঐতিহাসিক এবং মাইলফলক-সম, তা নিয়ে সংশয় কমই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে