রবিবার, ১০ নভেম্বর, ২০১৯, ০৪:৪৪:১৫

বাবরি মসজিদ রায় নিয়ে ব্যথায় কাতর মমতা ব্যানার্জী; লিখলেন কবিতা 'না বলা'

বাবরি মসজিদ রায় নিয়ে ব্যথায় কাতর মমতা ব্যানার্জী; লিখলেন কবিতা 'না বলা'

আন্তর্জাতিক ডেস্ক : অযোধ্যা রায় নিয়ে কলম ধরলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। লিখলেন অযোধ্যা নিয়ে তাঁর কবিতা 'না বলা'। শনিবার অযোধ্যা মামলার রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চে। 

সেই রায়ে বলা হয়েছে অযোধ্যার বিতর্কিত জমিতেই তৈরি হবে মন্দির। পাশাপাশি, মসজিদ তৈরি জন্য অযোধ্যার মধ্যেই ৫ একর জমি দিতে হবে। এই রায়ে ব্যথায় কাতর মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর মতে অনেকসময় কিছু কথা না বললেও না বলাটাও আরও শক্তিশালী হয়ে ওঠে। কষ্ট পেলে তা গাঁথা থাকে মনের মধ্যে যা ব্যথার উদ্রেক করে। এই যন্ত্রণা বাড়ায় মানসিক দূষণ। কথা বলতে না পারাটা অতীব যন্ত্রণার।

মমতা লিখেছেন- না বলা

অনেক সময়

কথা না বলেও

অনেক কথা বলা হয়ে য়ায়।
কিছু বলার থেকে

না বলাটা

আরও শক্তিশালী বলা।

খিদে পেলে

খাবার না পেলে

খিদের 'ক্ষুধা' বোঝা যায়।

তেমনি ঘুমের সময়

ঘুম না পেলে

ঘুমের মর্ম বোঝা যায়।

দাঁত থাকতে

যেমন দাঁতের মর্ম

মর্মর গাঁথায় লেখা থাকে,

তেমনি কষ্ট পেল

'কষ্টকর্ম' প্রতি ছত্রে

গাঁথা থাকে।

মনের কথা

প্রকাশ না পেলে

কথা 'ব্যথার' উদ্রেক করে,

যা মানসিক দূষণ বাড়ায়।

বলা হয়ে গেলে খুলে যায় দ্বার-

কথা-কথায় কথা বলে।

আর না বলতে পারাটা

অতীব যন্ত্রণা।

ওটা তো হৃদয়ের শক্তিশেল-

জমা থাকে।।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে