রবিবার, ১০ নভেম্বর, ২০১৯, ০৫:১৬:০৪

অযোধ্যা মামলার সুপ্রিম রায়ের বিরোধিতায় দিল্লীতে বিক্ষো'ভ

অযোধ্যা মামলার সুপ্রিম রায়ের বিরোধিতায় দিল্লীতে বিক্ষো'ভ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যা মামলায় দেশটির সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল দিল্লীর জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ছাত্রদের একাংশ। কয়েক দশক ধরে চলতে থাকা এই মামলার রায় ঘোষণা করা হয় শনিবার। 

এরই সঙ্গে শতাব্দী প্রাচীণ এই মামলার নিষ্পত্তি হয়। সর্বসম্মতিক্রমে বিচারপতিদের সিদ্ধান্তে মামলার রায়দানে বলা হয় অযোধ্যা বিবাদের মূলে থাকা ২.৭৭ একর জমির পুরোটাই পাবে রামলালা। মুসলিমদের মসজিদ তৈরির জন্য অযোধ্যাতেই ৫ একর জমি দিতে হবে সরকারকে। এই রায়ের পর দেশ জুড়ে শান্তি থাকলেও উত্তপ্ত হয়ে ওঠে জেএনইউ ক্যাম্পাস।

শারজিল ইমাম বলে এক জেএনইউ ছাত্র শীর্ষ আদালতের এই রায়ের বিরোধিতা করে এক বিক্ষোভ প্রদর্শনের সভার আয়োজন করে। এই বিষয়ে শারজিল বলে, "আমরা একটি সভার আয়োজন করেছি। সেখানে আমরা রায়ের পর্যালোচনা করব ও তা নিয়ে আলোচনা করব। আমাদের কাছে রায়ের একটি প্রতিলীপি রেয়েছে। আমরা সেখান থেকে এই বিষয়তেই আলোচনা করব যে কী ভাবে আবারও বিচার ব্যবস্থা আমাদের সঙ্গে অন্যায় করেছে।"

এদিকে সেই সভার আয়োজনকারী অপর একজন বলে যে রায় ঘোষণার পরেই ক্যাম্পাসে 'জয় শ্রী রাম' স্লোগান তোলে কিছু ছাত্র। নাম না করে সে গেরুয়া ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকেই এর জন্য দায়ী করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে