বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯, ১২:৪৪:১২

গাজা থেকে রকেট বৃষ্টি শুরু, আ'ত'ঙ্কে দিশেহারা ইসরাইল

গাজা থেকে রকেট বৃষ্টি শুরু, আ'ত'ঙ্কে দিশেহারা ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ইসলামিক জিহাদের শীর্ষ এক কমান্ডার নি'হ'ত হওয়ার পর ইসরাইলে হা'ম'লা চালিয়েছে ইসলামিক জিহাদের যোদ্ধারা। মঙ্গলবার গাজা থেকে এখন পর্যন্ত ১৬০টি রকেট ছোড়া হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যমগুলো দাবি করেছে।

অন্যদিকে ফিলিস্তিনী স'শ'স্ত্র প্রতিরো'ধ সংগঠনগুলোর জোট আল কুদুস বিগ্রেডের কমান্ডার হ'ত্যার ব'দ'লা নেয়া এখনো শুরু হয়নি বলে হু'শি'য়া'রি দিয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।

মঙ্গলবার ভোরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলের হা'ম'লায় ইরান সমর্থিত ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের শীর্ষ কমান্ডার বাহা আবু আল-আত্তা নি'হ'ত হয়েছেন। এদিন ভোরে গাজা নগরীর শেজাইয়া এলাকায় আত্তার বাড়িতে হা'ম'লা হয়। ইসরাইলি বাহিনীর ছোড়া বোমা বাড়িটির ছাদ ফুঁড়ে ভেতরে ঢুকে বি'স্ফো'রণ ঘটায়।

সীমান্তের অপর পাশে ইসরাইলে ধারাবাহিক হা'ম'লার জন্য দায়ী এবং তিনি আরও হামলার পরিকল্পনা করছিলেন বলে দাবি ইহুদি দেশটির। বোমা হা'ম'লার জবাবে ইসলামি জিহাদ আজ সকাল থেকে এ পর্যন্ত ইসরাইলে ৮০টির বেশি ক্ষে'প'ণা'স্ত্র নি'ক্ষে'প করেছে। 

ইসরাইলের ক্ষে'প'ণা'স্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মাত্র ২০টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হয়েছে। ইসলামি জিহাদের হা'ম'লায় বেশ কয়েক জন ইহুদি আ'হ'ত হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে।

এতে বলা হয়, তেল আবিব, আসকালান ও সিদরুতসহ বেশ কয়েকটি ইহুদি উপশহরে ক্ষণে ক্ষণে সাইরেন বেজে উঠছে। আশ্রয়কেন্দ্রগুলোতে ভীড় জমেছে। দেশটির পুলিশ জানিয়েছে, পূর্ব স'ত'র্ক'তা হিসেবে তারা গাজা প্রান্তের কিছু সড়ক বন্ধ করে দিয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে