বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯, ১০:৩৮:১১

ভারতের দিকে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘নাকরি’

ভারতের দিকে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘নাকরি’

আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবের রেশ শেষ হতে না হতেই ফের আসছে ঘূর্ণিঝড় নাকরি। ঘূর্ণিঝড় বুলবুলের উৎপত্তি হয় দক্ষিণ চীন সাগরের এক ঝড় থেকে। সেই ঝড়টির নাম ছিল মাতমো। সেই মাতমো থেকে ছিটকে গিয়ে তৈরি হয় এই ঘূর্ণাবর্ত, যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোনে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় বুলবুল ।

সেই একই রকম ভাবে আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়েছে দক্ষিণ চীন সাগরে। এর নাম দেয়া হয়েছে ‘নাকরি’। ঘূর্ণিঝড় নাকরি আপাতত শক্তি বাড়িয়ে দক্ষিণ চীন সাগরেই অবস্থান করছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অফিস।

ভারতের দিকে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘নাকরি’। আগামী ১৪ নভেম্বর বঙ্গোপসাগরে নাকরি শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশের উত্তর দিক ও ওড়িশা উপকূলবর্তী এলাকাগুলোতে আঘাত হানবে। পাশাপাশি চেন্নাইসহ উত্তর তামিলনাড়ুর উপরও চোখ রাঙাচ্ছে নাকরি। যদিও এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের ভারতে আছড়ে পড়ার সঠিক সময় অনুমান করা সম্ভব হয়নি। এর প্রভাব পড়বে বাংলাদেশেও। সূত্র: ওয়ান ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে