বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯, ০৪:২৬:০৬

ভারতের বিরুদ্ধে লড়াইয়ে কাশ্মীরিদের প্রশিক্ষণ দিতাম: পারভেজ মোশাররফ

ভারতের বিরুদ্ধে লড়াইয়ে কাশ্মীরিদের প্রশিক্ষণ দিতাম: পারভেজ মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বি'রু'দ্ধে ল'ড়া'ইয়ে কাশ্মীরি মুজাহিদিনদের প্রশিক্ষণ ও সহায়তা দিতো পাকিস্তান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এমনটাই দাবি করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। 

মোশাররফের বি'স্ফো'রক এই মন্তব্যে ঝড় ওঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে কাশ্মীরি ছাড়া, তালিবানসহ একাধিক জ'ঙ্গি গো'ষ্ঠীকে প্রশিক্ষণ ও সহায়তা দেয়ার কথা বলেছেন সাবেক পাক-প্রেসিডেন্ট। 

নি'হ'ত জ'ঙ্গি নেতা ওসামা বিন লাদেনকে ‘পাকিস্তানের হিরো’ বলে আখ্যায়িত করেছেন তিনি। তবে স্বতন্ত্রভাবে ওই ভিডিওর সত্যতা নিশ্চিত সম্ভব হয়নি। ভিডিওটিতে কোনো দিন-তারিখ উল্লেখ নেই।

বার্তা সংস্থা এএনআই’র এক প্রতিবেদন অনুসারে, বুধবার মোশাররফের এক সাক্ষাৎকার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেন পাকিস্তানের রাজনীতিবিদ ফারহাতুল্লাহ বাবার। ওই ভিডিওতেই জ'ঙ্গি দলগুলোকে প্রশিক্ষণ দেয়ার কথা বলতে দেখা যায় মোশাররফকে।

ভিডিওতে তিনি বলেন, পাকিস্তানে আসা কাশ্মীরিরা বীরের আতিথেয়তা পেয়েছে। আমরা তাদের প্রশিক্ষণ দিয়েছি। সহায়তা করেছি। ভারতের বি'রু'দ্ধে ল'ড়া'ইয়ে আমরা তাদের মুজাহিদিন হিসেবে বিবেচনা করতাম। এরপর লস্কর-ই-তাইবার মতো স'ন্ত্রা'সী সংগঠনগুলোর উ'ত্থা'ন ঘটলো। তারা আমাদের ‘হিরো’ ছিল।

সাক্ষাৎকারের এক পর্যায়ে নি'হ'ত স'ন্ত্রা'সী নেতা ওসামা বিন লাদেন ও জালালুদ্দিন হাক্কানিকে নিয়ে কথা বলতে শোনা যায় মোশাররফকে। তিনি বলেন, ১৯৭৯ সালে আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়নকে বের করতে ও পাকিস্তানের সুবিধার জন্য ধর্মীয় জ'ঙ্গিবাদের সূচনা ঘটিয়েছিলাম আমরা। পুরো বিশ্ব থেকে আমরা মুজাহিদিনদের নিয়ে এসেছিলাম। তাদের প্রশিক্ষণ দিয়েছিলাম। তাদের অ'স্ত্র সরবরাহ করেছিলাম।

তিনি বলেন, আমরা তালিবানকে প্রশিক্ষণ দিয়েছি, তাদের সেখানে পাঠিয়েছি। তারা আমাদের হিরো ছিল। ওসামা বিন লাদেন আমাদের হিরো ছিল। আয়মান আল-জাওয়াহিরি আমাদের হিরো ছিল। এরপর বৈশ্বিক পরিবেশ পাল্টে গেল। বিশ্ব সবকিছু ভিন্নভাবে থেকে দেখা শুরু করলো। আমাদের হিরোরা ভিলেন হয়ে গেল।
 সূত্র : এএনআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে