রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯, ১২:২৮:০৫

এবার ভারতের কড়া সমালোচনা করে যা বলল ইরান

এবার ভারতের কড়া সমালোচনা করে যা বলল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরান থেকে তেল কেনা ব'ন্ধ করে দেয়ায় ভারতের ক'ড়া স'মা'লো'চনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। বিষয়টিকে মার্কিন ব'লদ'র্পি'তার মুখে নয়াদিল্লির আ'ত্ম'সমর্পণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

দিল্লি থেকে তেহরান সফররত সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় কালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। 

ভারতের স'মা'লো'চনা করে জাভেদ জারিফ বলেন, মার্কিন বলদর্পিতার মুখে নয়াদিল্লি আত্মসমর্পণ করেছে এবং অ'বৈ'ধ নি'ষে'ধা'জ্ঞা মেনে নিয়ে তারা ইরান থেকে তেল আমদানি ব'ন্ধ করে দিয়েছে।

তিনি আরও বলেন, অবশ্যই ভারত নি'ষে'ধা'জ্ঞার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সেটা উৎসাহব্যঞ্জক কিন্তু আমরা আশা করি আমাদের বন্ধুরা মার্কিন চাপের মুখে আরও শক্ত অবস্থান নেবে।

ভারতকে সতর্ক করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মার্কিন চা'পের মুখে আপনারা যদি ইরান থেকে তেল কেনা ব'ন্ধ করে দেন তাহলে আমরাও ভারত থেকে চাল আমদানি করতে পারবো না।’

২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বের হয়ে যাওয়ার আগে ভারত প্রতিদিন ইরান থেকে চার লাখ ৫৭ হাজার ব্যারেল তেল আমদানি করত। কিন্তু ২০১৯ সালের মে মাস থেকে ভারত তেল আমদানি বন্ধ করে দিয়েছে। সূত্র : ইরনা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে