রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯, ০৫:০১:৫৬

'আসাদুদ্দিন ওয়েইসি আর আইএস প্রধান বাগদাদির মধ্যে কোনো পার্থক্য নেই'

'আসাদুদ্দিন ওয়েইসি আর আইএস প্রধান বাগদাদির মধ্যে কোনো পার্থক্য নেই'

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুসলিম নেতা আসাদুদ্দিন ওয়েইসির বিরুদ্ধে এবার কড়া মন্তব্য করলেন শিয়া ওয়াকফ বোর্ডের প্রধান। ওয়েইসিকে সিরিয়ার জ'ঙ্গি সংগঠনের প্রধানের সঙ্গে তুলনা করেছেন ওয়াসিম রিজভি। 

গতকাল শনিবার অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল-মুসলিমিনের সভাপতি আসাউদ্দিন ওয়েইসিকে আইএস-এর প্রধান নি'হ'ত আবু বকর আল বাগদাদির সঙ্গে তুলনা করেছেন তিনি।

ওয়েইসির বিরুদ্ধে অভিযোগ করে রিজভি জানান, মুসলিমদের উসকে দিয়ে অশান্তিকর পরিস্থিতির সৃষ্টি করছেন ওয়েইসি। ভারতের ভেতর র'ক্ত ঝরাতে চান তিনি। আসাদুদ্দিন ওয়েইসির সঙ্গে আইএস প্রধান আবু বকর আল বাগদাদির কোনো পার্থক্য নেই। বাগদাদি গু'লি দিয়ে স'ন্ত্রা'স সৃষ্টি করেছিলেন আর ওয়েইসির ‘বুলি’র মাধ্যমে স'ন্ত্রা'সের সৃষ্টি। আমার মনে হয় তাকে নি'ষি'দ্ধ করা হোক।

বাবরি মসজিদ মামলার রায় ঘিরে ওয়েইসির মন্তব্যের পরেই তার বি'রু'দ্ধে তো'প দাগেন রিজভি। অন্যদিকে বিজেপির সঙ্গে রিজভির সখ্যতা অবিসংবাদিত। কিছুদিন আগেই রাম মন্দির নির্মাণের জন্য ৫১ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি।

শনিবারই ওয়েইসিকে জাকির নায়েকের সঙ্গে তুলনা করেছিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন ওয়েইসি। তবে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে বাবরি মসজিদ মামলার রায় প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি সরাসরি বলেছেন, আমি আমার বাবরি মসজিদ ফেরত চাই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে