মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯, ০৪:৪৩:০২

বিশ্ববিদ্যালয়ে পুলিশ পাহারায় ছাত্রছাত্রীদের ক্লাস নেন এই অধ্যাপক

বিশ্ববিদ্যালয়ে পুলিশ পাহারায় ছাত্রছাত্রীদের ক্লাস নেন এই অধ্যাপক

আন্তর্জাতিক ডেস্ক : বের্নাড লুকে নামে জার্মানির এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কয়েক সপ্তাহ ধরে পুলিশ প্র'হ'রায় ক্লাস নিচ্ছেন। হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের সামষ্টিক অর্থনীতির এ অধ্যাপক শিক্ষকতার পাশাপাশি যুক্ত আছেন দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গেও।

আর বি'প'ত্তিটা এখানেই। লুকে ২০১৪ সালে গঠিত জার্মান পার্লামেন্টের দক্ষিণপন্থী মূল বি'রো'ধী দল অলটারনেটিভ ফর জার্মানির সহপ্রতিষ্ঠাতা। তিনি দলটির মুখপাত্র এবং ইউরোপীয় পার্লামেন্টে র'ক্ষ'ণশীল দলটির সাংসদ ছিলেন। 

হামবুর্গ বিশ্ববিদ্যালয়ে গত ১৬ অক্টোবর বের্নাড লুকের ক্লাস চলাকালীন প্রায় ১৫০ বি'ক্ষো'ভকারী লেকচার হলে প্রবেশ করে ওই ক্লাস প'ণ্ড করে দেন। এ সময় বি'ক্ষো'ভকারীরা তাকে গা'লাগা'লও করেন। এর পর গত ২৩ অক্টোবর বি'ক্ষো'ভকারীরা একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান।

এর একদিন পর ২৪ অক্টোবর লুকের ক্লাসে বো'মা হা'ম'লার হু'ম'কি আসে। এরপর থেকে হামবুর্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁতা ক্লাসগুলোতে পুলিশ প্র'হ'রার ব্যবস্থা করেছে। লেকচার হলে প্রবেশের আগে ছাত্রছাত্রীদের ব্যাগ ত'ল্লা'শি করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডিতার ল্যাঞ্ছে এ ধরনের অ'না'কা'ঙ্ক্ষিত ঘটনা কীভাবে ঠেকানো যায়, তা নিয়ে বন্দরনগরী হামবুর্গের গবেষণা ও বিজ্ঞানবিষয়ক সিনেটর ক্যাটরিনা ফেগেব্যাঙ্কসহ বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানদের নিয়ে একটি কমিটি গঠন করেছেন।

ওই কমিটি দক্ষিণপন্থী অধ্যাপক বের্নাড লুকের বিষয় ছাড়াও কীভাবে এ ধরনের পরিস্থিতি সামাল দেয়া যায়, তা নিয়ে সিদ্ধান্ত নেবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে