বুধবার, ২০ নভেম্বর, ২০১৯, ০১:৫৬:২৬

আকাশছোঁয়া দামের প্রতিবাদে টমেটোর গয়না পরে বিয়ের আসরে তরুণী

আকাশছোঁয়া দামের প্রতিবাদে টমেটোর গয়না পরে বিয়ের আসরে তরুণী

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের পেঁয়াজের মতো পাকিস্তানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে টমেটোর দাম। করাচির বিভিন্ন বাজারে গত সপ্তাহেই টমেটোর দাম কেজি প্রতি তিনশ টাকা ছাড়িয়েছে। আর আকাশছোঁয়া এই দামের প্রতিবাদে টমেটোর গয়না পরেই বিয়ের পিঁড়িতে বসলেন পাকিস্তানের এক তরুণী।

দেশটির এক নারী সাংবাদিক এমনই একটি ভিডিও পোস্ট করেছেন, যা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

পাকিস্তানের টমেটোর এই আকাশছোঁয়া দাম নিয়ে সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়ায় ব্য'ঙ্গ বি'দ্রু'প শুরু হয়েছে।

পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়তের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, এক সাংবাদিক বুম নিয়ে পৌঁছে গিয়েছেন বিয়ে বাড়িতে। সেখানে বিয়ের কনে সোনা-হিরের বদলে পরেছেন টমেটোর গয়না। গলায়, হাতে, কানে, মাথায় পরা সব গয়ানাই টমেটোর তৈরি।

তিনি জানান, টমেটোর দাম এখন অনেক বেশি। তাই সোনার বদলে টমেটোর গয়নাই পরেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে