বুধবার, ২০ নভেম্বর, ২০১৯, ০৯:০৯:১৬

এবার তাণ্ডব চালাবে সামুদ্রিক ঘূর্ণিঝড় 'কালমেগি', দ্রুত ধেয়ে আসছে স্থলভাগে

এবার তাণ্ডব চালাবে সামুদ্রিক ঘূর্ণিঝড় 'কালমেগি', দ্রুত ধেয়ে আসছে স্থলভাগে

আন্তর্জাতিক ডেস্ক: সামুদ্রিক ঘূণির্ঝড় 'কালমেগি দ্রুত ধেয়ে আসছে স্থলভাগে। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় কমপক্ষে ১৫০ কিলোমিটার। এর কম তো নয়ই, বরং গতিবেগ আরও বাড়লেও বিস্মিত হওয়ার নেই। এ কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা।  

 আবহাওয়াবিদরা জানান, প্রশান্ত মহাসাগরের বুকে চার দিন ধরে তাণ্ডব চালিয়ে, টাইফুন আকারে দ্রুত ধেয়ে আসছে স্থলভাগে। আগামী কয়েক ঘণ্টায় তা আছড়ে পড়বে ফিলিপাইনের উপকূলে।

ক্রমশই শক্তি বাড়িয়ে 'কালমেগি' এখন টাইফুন। কালমেগির করাল থাবা থেকে লোকজনকে বাঁচাতে, সমুদ্র উপকূল খালি করছে প্রশাসন। বর্তমানে ফিলিপিন্সের উত্তরাঞ্চলে, ম্যানিলার উত্তর-পূর্বে অবস্থান করছে এই সামুদ্রিক ঝড়। কালমেগি আছড়ে পড়ার আগেই উত্তাল সমুদ্র বিপদের সংকেত দিচ্ছে। 

ফিলিপাইনের সমুদ্র উপকূলে বইছে ঝোড়ো হাওয়া। আবহবিদরা বলছেন, চলতি বছর 'কালমেগি'ই ফিলিপিন্সের সবথেক বড় ঝড় হতে চলেছে।
জানা গেছে, ফিলিপাইনের ফিলিপিন্সের কাগায়ান প্রদেশের উপর ঝড় আছড়ে পড়ার কথা। স্থানীয়রা আবার এই ঝড়ের নাম দিয়েছেন রামন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে