বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯, ০১:০৪:২৫

আগ্রার নাম বদলাতে নেমে বিপাকে পড়লেন যোগী আদিত্যনাথ

আগ্রার নাম বদলাতে নেমে বিপাকে পড়লেন যোগী আদিত্যনাথ

আন্তর্জাতিক ডেস্ক : ইলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, ফৈজাবাদ হয়েছে অযোধ্যা। মুঘলসরাই স্টেশন হয়েছে পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় স্টেশন। এবার কথা হচ্ছে, ঐতিহাসিক শহর আগ্রা হবে অগ্রবন। কিন্তু তা করতে গিয়েই বাধ সাধল ইতিহাস। 

জেলা প্রশাসক থেকে ইতিহাসবিদ, কেউই অগ্রবনের সন্ধান পাচ্ছেন না। দিন কয়েক আগে উত্তরপ্রদেশের আগ্রা শহরের নাম পাল্টে অগ্রবন রাখার দাবি তুলেছিলেন স্থানীয় এক ব্যক্তি। রাজ্যটির মুখ্যমন্ত্রীর পোর্টালে তিনি দাবি করেছিলেন আগ্রার আগে নাকি নাম অগ্রবনই ছিল। 

এরপরই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগ্রার পূর্বনাম কি ছিল, তা জানার জন্য একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির সদস্য ঐতিহাসিক সুগম আনন্দ বুধবার জানিয়েছেন, আগ্রার নাম অতীতে অগ্রবন ছিল এই সংক্রান্ত কোনও ঐতিহাসিক তথ্য-প্রমাণ তারা পাননি। 

জেলা প্রশাসক এনজি রবি কুমারও অধ্যাপক আনন্দকে সমর্থন করেছেন। আগ্রার নাম একবারই পরিবর্তিত হয়েছিল, সম্রাট আকবরের সময়। নাম হয় আকবরাবাদ। তার মৃ'ত্যুর পর ফের পুরোনো নাম ফিরে পায় আগ্রা।

তাহলে অগ্রবন নামটি কোথা থেকে এলো? ইতিহাসবিদরা জানিয়েছেন অগ্রবনের উল্লেখ আছে পুরাণকথায়। পুরাণেই রয়েছে ব্রজ অঞ্চলে ২৪টি অরণ্যের কথা। তারই একটি হল অগ্রবন। যেহেতু আগ্রা শহরটি বৃন্দাবন শহরের পাশে, তাই আগ্রাকেই অগ্রবন হিসেবে মনে করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে